রাষ্ট্রপতির পদত্যাগ চান কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, 'রাষ্ট্রপতির পদে শূন্যতা রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে এই মুহূর্তে। যেটা জাতির কাম্য নয়।'
তিনি বলেন, 'রাষ্ট্রীয় সংকট সৃষ্টির মাধ্যমে যদি গণতন্ত্রে উত্তোরণের পথটা বিলম্বিত, বাধাগ্রস্ত বা কণ্টকাকীর্ণ হয়, সেটা জাতির কাম্য হতে পারে না। সুতরাং পতিত ফ্যাসিবাদের দোসররা যাতে কোনোরকম ষড়যন্ত্র করে এখানে অন্যকিছুর পায়তারা না করতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরাও ঐক্যবদ্ধ আছি। ঐক্যবদ্ধভাবেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করবো।'