দেশে এখন
0

‘গণঅভ্যুত্থানে কথিত বুদ্ধিজীবী-কবিদের যুক্ত না হওয়ার কারণ আদর্শিক হিজোমনিক’

২৪ এর গণঅভ্যুত্থানে কতিথ বুদ্ধিজীবী, কবিরা যুক্ত না হওয়ার কারণ আদর্শিক হিজোমনিক বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ। আজ (শনিবার, ১৯ অক্টোবর) ঢাকা কলেজ অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানে কবি ও লেখকদের গল্প নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানে কতিথ বুদ্ধিজীবী, কবিরা যুক্ত না হয়ার কারণ আদর্শিক হিজোমনিক।’

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিশাল পরিবর্তন সূচিত হয়েছে। বিগত সময়ে যে সব নীতিমালা তৈরি করা হয়েছে, তা জনগণের কল্যাণের পরিবর্তে স্বার্থান্বেষী গোষ্ঠীর মুনাফা অর্জনের উদ্দেশে পরিচালিত হয়েছে।’

দেশের গণমাধ্যমগুলোও এর বাহিরে ছিলো না। গণজাগরণের মাধ্যমে তৈরি হওয়া এই আশা ও প্রত্যাশা পূরণ করতে সরকারের ওপর বিশাল দায়িত্ব আরোপিত হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘শুধু সরকারের ওপর নির্ভর না করে নিজ নিজ জায়গা থেকে সবার দায়িত্ব পালন করতে হবে।’

ইএ