শিক্ষা
দেশে এখন
0

জিপিএ-৫ বাড়লেও দুই বিষয়ে পিছিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ড

ইংরেজি এবং আইসিটি বিষয়ে ফেল করায় এবারের এইচএসসি পরীক্ষার ফলে সর্বনিম্ন পাশের হার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি তালিকায় রয়েছে এমন কলেজের নামও। শিক্ষকসহ বিশেষজ্ঞরা বলছেন, প্রান্তিক জনপদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের দক্ষতা, শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো এবং উন্নত ল্যাব ব্যবহারের বিকল্প নেই।

এইচএসসিতে শীর্ষ অবস্থান করা বরাবরের মতোই এই উচ্ছ্বাস ময়মনসিংহ নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে। পুজার বন্ধ থাকলেও বাঁধভাঙা উচ্ছ্বাসে যোগ দেয় জিপিএ ৫ পাওয়া এ বারের শিক্ষার্থীরা। ঢাক ঢোল পিটিয়ে বাদ্যের তালে তালে হয় মিষ্টি বিতরণ।

তবে ময়মনসিংহ বিভাগে ইংরেজি এবং আইসিটি বিষয়ে খারাপ করায় পাশের হার কম।

এদিকে সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের ক্লাস না করার প্রবণতা বাড়ছে। জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে দক্ষ শিক্ষক এবং পর্যাপ্ত ল্যাব সুবিধা না থাকায় ব্যবহারিক জ্ঞানে পিছিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। দক্ষ শিক্ষক ও ল্যাব সুবিধা বাড়ানোর তাগিদ তাদের।

উচ্চশিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ইংরেজি এবং আইসিটি বিষয়ে দক্ষতার অভাব। যা দূর করা গেলে দেশে এবং বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ বাড়বে, দেশ পাবে দক্ষ মানবসম্পদ এমনটাই জানান এই অধ্যাপক ।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবারের এইচএসসিতে গত বছরের চেয়ে বেড়েছে জিপিএ ৫ প্রাপ্তের সংখ্যা। গত বছর পাশের হার ছিল ৭০.৪৪ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ২৪৪ জন। এ বছর জিপিএ ৫ শিক্ষার্থীর,সংখ্যা ৪ হাজার ৮২৬জন।

এদিকে সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের ক্লাস না করার প্রবণতা বাড়ছে। জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে দক্ষ শিক্ষক এবং পর্যাপ্ত ল্যাব সুবিধা না থাকায় ব্যবহারিক জ্ঞানে পিছিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। দক্ষ শিক্ষক ও ল্যাব সুবিধা বাড়ানোর তাগিদ তাদের।

এএইচ