বকেয়া পরিশোধ না করায় জ্বালানি সংকটে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

.
দেশে এখন
0

বকেয়া টাকা পরিশোধ না করায় জ্বালানি তেল সংকটে প্রায় ১০ দিন ধরে বন্ধ রয়েছে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এ অঞ্চলের রোগী ও তাদের স্বজনরা।

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ জানান, বরাদ্দ না আসায় জ্বালানি তেলের প্রায় সাড়ে ৫ লাখ টাকা বকেয়া রয়েছে। এমন অবস্থায় নির্ধারিত পেট্রোল পাম্প তেল না দেয়ায় অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রাখা হয়েছে।

এদিকে উপজেলা সদর থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব ৭০ কিলোমিটারের বেশি হওয়ায় দ্বিগুণ ভাড়া দিয়েও মিলছে না বেসরকারি অ্যাম্বুলেন্স।