দেশে এখন
0

অপেশাদার আচরণকারী কর্মকর্তাদের শাস্তির দাবি পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির

অপেশাদার আচরণকারী কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়ে পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি।

আজ ( বৃহস্পতিবার, ৮ আগস্ট) বিকেলে রাজধানীর রাজারবাগে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা এ টি আহমেদুল হক চৌধুরী।

যতদ্রুত সম্ভব অধস্তন সকল পুলিশ সদস্যদের নিজ নিজ কর্মস্থলে যোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দি বাংলাদেশ পুলিশ অর্ডিন্যান্স ২০০৭ খসড়ার অনুমোদন আলোর মুখ দেখে নাই,অধ্যাদেশ জারী হলে রাজনৈতিক প্রভাবমুক্ত হবে পুলিশ।’

তিনি বলেন, ‘অপেশাদার আচরণ করা সদস্যদের শাস্তির নিশ্চিত করতে হবে, সেইসাথে নিরাপদ পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের পরিবেশও তৈরি করতে হবে।’

দেশের  ক্রান্তিলগ্নে নিরাপদে এবং নবউদ্যোমে কাজ করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বানও জানান সাবেক পুলিশ কর্মকর্তাদের সংগঠন।

tech