কারবালার শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনাবহুল এই দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্বে দিনটি প্রতিবছর যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূণ পরিবেশে নানা-কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়।
৬১ হিজরির এই দিনে সবচেয়ে নির্মম ঘটনা ও মুসলিম ইতিহাসে অন্যতম মর্মান্তিক, হৃদয়বিদারক ঘটনা হলো ফুরাত নদীর তীরবর্তী কারবালায় শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (রা.)। তিনি হজরত আলী (রা.) ও হজরত ফাতেমার (রা.) পুত্র। লোমহর্ষক ও হৃদয়বিদারক এই ঘটনাটি সারা বিশ্বের কোটি কোটি মুসলমান আজও তা ভুলতে পারেনি।
কারবালার শোকাবহ স্মরণ শিয়া মতাবলম্বীরা ইমাম হোসেনের শোকে এ দিনে মাতম করেন। দেশের বিভিন্ন স্থানসহ রাজধানীর হোসেনী দালান থেকে আজ ( বুধবার, ১৭ জুলাই) প্রধান তাজিয়া শোকযাত্রা বের হবে।