মন্ত্রী বলেন, 'অভ্যন্তরীণ পরিস্থিতি ভোলাটাইল। সবসময় দেশটির সাথে যোগাযোগ আছে। সীমান্ত তো ওপেন, তারা আসতেই পারে। আবারও ফেরত পাঠানো হবে।'
মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার নিয়ে হাছান মাহমুদ বলেন, 'মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সাথে শ্রম বাজার নিয়ে কথা হয়েছে। দেশটির বিনিয়োগ বাড়াতে কথা হয়েছে। আমাদের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ নিয়ে কথাবার্তা হচ্ছে।'
সিন্ডিকেটের বিরুদ্ধে মালয়েশিয়া সরকার কঠোর অবস্থান নিচ্ছে উল্লেখ করে মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মো. হাসিম বলেন, যেসব বাংলাদেশি কর্মহীন হয়ে রয়েছে, তাদের কীভাবে পুর্নবাসন করা যায়, এ নিয়ে কাজ করা হচ্ছে। এদেশ থেকে অবৈধ পথে বা পর্যটক হয়ে, কাজ করতে যাতে কেউ না যায়, সে আহবান করা হচ্ছে। বৈধ পথে, দক্ষ জনশক্তি সঠিক চ্যানেলে গেলে আর কোনও সংকট থাকে না। তবে, খুব শিগগিরই এসব সমস্যার সমাধান হবে বলে আশাবাদী রাষ্ট্রদূত।