ভ্রমণ
দেশে এখন
0

'সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার পরামর্শ'

বান্দরবান

মিয়ানমারে চলমান সংঘাতের সার্বিক নিরাপত্তা বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। এসময় বিজিবি ক্যাম্প ও সীমান্তের খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের জানান, 'বাংলাদেশে আশ্রয় নেওয়া বিভিন্ন বাহিনী ও সংস্থার সদস্যদের ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার। আমরা সে বিষয়ে পরামর্শ করেছি। যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়ার জন্য বলেছি।'

গত ২২ জানুয়ারি থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে মিয়ানমারের ছোঁড়া গুলি ও মর্টার শেলের আঘাতে হতাহতের ঘটনা ঘটছে। মিয়ানমারের অনেকে নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এমন অবস্থায় নাফ নদী হয়ে পর্যটন স্পট সেন্টমার্টিনে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

পর্যটন মৌসুম চলায় অনেক মানুষ সেন্টমার্টিনে যাতায়াত করছে। তাদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর