প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ মো. সোহেল রানাকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যহতি (এক্সজনারেট) দিয়ে তার আপিলটি নিষ্পত্তির রায় দিয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এই রায়ের পর এসব তথ্য জানান তার আইনজীবী শাহ মনজুরুল হক। সেই সাথে পূর্নাঙ্গ রায়ে সর্বোচ্চ আদালত কিছু পর্যবেক্ষণ দিবেন বলে জানান এই আইনজীবী।
এক মামলায় হাইকোর্টের আদেশ অমান্য করার অভিযোগে ব্যাখ্যা দাখিল করেন সোহেল রানা, তাতে সন্তুষ্ট না হয়ে সোহেল রানার প্রতি আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। পরে সোহেল রানা নিঃশর্ত ক্ষমা চাইলে গত ১২ অক্টোবর বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ তার নিঃশর্ত ক্ষমা প্রার্থনা গ্রহণ না করে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সেই সাথে তাকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
তবে আপিলের শর্তে কয়েক ঘণ্টা পর একই বেঞ্চ থেকে ৩০ দিনের জামিন পান মো. সোহেল রানা। পরবর্তীতে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে হাইকোর্টের দেয়া কারাদণ্ডে স্থগিতাদেশ পান বিচারক মো. সোহেল রানা। পরবর্তীতে বিচারক সোহেল রানা আপিল করলে শুনানি শেষে আজ রায় দেন সর্বোচ্চ আদালত।