ধর্ম
দেশে এখন
0

কোটার ৪৭ হাজার বাকি; শুরু হলো চতুর্থ দফা হজ নিবন্ধন

দফায় দফায় সময় বাড়িয়েও পূরণ হয়নি হজ নিবন্ধনের কোটা। ফলে চতুর্থ দফায় হজ নিবন্ধনের সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। নতুন সময় অনুযায়ী, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হজ নিবন্ধন করা যাবে। ধর্মসচিব মো. আ. হামিদ জমাদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এরপর আর কোনোভাবেই হজ নিবন্ধনের সময় বাড়ানো হবে না। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।

চলতি মৌসুমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ নিবন্ধনের তৃতীয় দফায় বাড়ানো সময় শেষ হয় বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) রাত ৮ টায়।

গত বছরের ১৫ নভেম্বর থেকে এবারের হজ নিবন্ধন শুরু হয় এবং সময়সীমা ছিল গত ১০ ডিসেম্বর পর্যন্ত। পরে হজ নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এরপর দ্বিতীয় দফায় ১৮ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বাড়িয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। কিন্তু এতে নির্ধারিত আসন পূরণ হয়নি। পরে আবার ২৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ৮ দিন বিশেষ সময় বাড়ানো হয়।

হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় গত বছর নিবন্ধনে কাঙ্ক্ষিত সাড়া না মেলায় নয় দফায় সময় বাড়ানো হয়। এরপরও শেষ পর্যন্ত পাঁচ হাজারের বেশি কোটা ফেরত যায়। এখনও বাকি কোটার ৪৭ হাজার ৩৫০ জনের নিবন্ধন।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সর্বনিম্ন প্যাকেজের মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ প্যাকেজের মূল্য ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মূল্য যথাক্রমে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা।

চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর