'মব জাস্টিস কোন রাষ্ট্রের জন্য শুভ লক্ষণ নয়'

অপরাধ ও আদালত
এখন জনপদে
0

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, মব জাস্টিস কোন রাষ্ট্রের জন্য শুভ লক্ষণ নয়। যেভাবেই হোক মব জাস্টিস বন্ধ করতে হবে। আজ (বুধবার, ২৬ ফেব্রুয়ারি) বিকেলে জিএমপি হেডকোয়ার্টারে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'বিপ্লব করেছেন, জনগণ আপনাদেরকে সাপোর্ট করেছে। জনগণ আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছে, কৃতজ্ঞতা জানাচ্ছে, স্যালুট জানাচ্ছে। বিপ্লবের মাধ্যমে জাতি মুক্ত হয়েছে।' এ জাতিকে মব জাস্টিসের মাধ্যমে কলঙ্কিত না করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, 'মব জাস্টিসের মাধ্যমে কখনো জনগণকে স্বস্তি দেয়া যায় না। মব জাস্টিসে মানুষ আরো আতঙ্কিত হবে, পুলিশও আতঙ্কিত হচ্ছে। তাই যেভাবেই হোক মব জাস্টিস বন্ধ করতে হবে। মানুষকে পিটিয়ে মেরে ফেলা একটি অপরাধ। সকলে মিলে এটি বন্ধ করতে হবে। তা না হলে জাতির সকল অর্জন নষ্ট হয়ে যাবে।'

মতবিনিময় সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম চৌহান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) এন এম নাসির উদ্দিন, রবিউল হাসান, গাজীপুর আদালতের জিপি মোস্তফা কামাল, পিপি আবু তাহের, এপিপি মিজানুর রহমান, অতিরিক্ত পিপি এরশাদ হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক রিপন শাহ প্রমুখ।

ইএ