দেশে এখন
অপরাধ ও আদালত
0

৬ সমন্বয়কারীর মুক্তির বিষয়ে করা রিটের শুনানি আজও হচ্ছে না

বেঞ্চের এক বিচারপতি অসুস্থ থাকায় ডিবির হেফাজতে থাকা ৬ সমন্বয়কারীর মুক্তি ও শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজও (বৃহস্পতিবার, ১ আগস্ট) হচ্ছে না। এই রিটের বিষয়ে গতকাল (বুধবার, ৩১ জুলাই) শুনানি ও আদেশ দেয়ার কথা ছিল। কিন্তু বিচারপতি অসুস্থ থাকায় তা হয়নি।

সংশ্লিষ্ট বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মাসুদ হোসাইন দোলন অসুস্থ থাকায় শুনানি স্থগিত আছে। মঙ্গলবার (৩০ জুলাই) শুনানি শেষে বুধবার দুপুর পর্যন্ত শুনানি মুলতবির আদেশ দিয়েছিলেন আদালত। সেদিন এই রিটের বিষয়ে আদেশ দেয়ারও কথা ছিল।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদুর রহমান দোলনের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এসময় রিটকারী আইনজীবীরা আদালতে বলেন, ডিবি বেআইনিভাবে ৬ সমন্বয়ককে আটকে রেখেছে। শিশুদের ওপর পুলিশ গুলি করেছে। যা বন্ধ হওয়া দরকার।

আর রাষ্ট্রপক্ষ আদালতকে বলেন, ৬ সমন্বয়ককে নিরাপত্তা দিতেই ডিবি হেফাজতে রাখা হয়েছে।

শুনানিতে হাইকোর্ট জানায়, 'কেউ সংবিধান মেনে চলছি না। কয়েকদিনের সহিংসতায় নিহত হওয়ার ঘটনা দুঃখজনক।' পরে শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেন আদালত।

রিটকারী আইনজীবীরা মঙ্গলবার গণমাধ্যমকে জানান, শিক্ষার্থী ও শিশুদের ওপর যেন পুলিশ গুলি না করে। ৬ সমন্বয়ককে কোন ক্ষমতাবলে ডিবি আটকে রেখেছে, হাইকোর্টের কাছে তার প্রতিকার চেয়েছি। আমরা কোনো রাজনীতি করতে আসিনি।

এর আগে সোমবার (২৯ জুলাই) আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেন। এদিন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হয়।

গত ছয়দিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম নাহিদ, সারজিস আলমসহ ৬ সমন্বয়ক ডিবির হাতে আটক আছে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর