Print Article
Copy To Clipboard
0
খাল থেকে রিক্সা, বাথটাবসহ অসংখ্য বস্তু উদ্ধার!
রিক্সা, বাথটাব, কম্বল, তোশক, কমোড, ফ্রিজের ভাঙা অংশ কী নেই খালে? প্লাস্টিকের বোতল তো মিলছে অহরহই। রাজধানীর বিভিন্ন খাল থেকে উদ্ধার করা এসব বস্তুই জলাবদ্ধতার অন্যতম কারণ। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র বললেন, কোটি লোকের বসবাসের এই রাজধানী জলাবদ্ধতামুক্ত রাখতে নগরবাসীকে সচেতন হতে হবেই।