পরিবেশ আদালতে গাছ কাটা নিয়ে মামলা নেই
0
পরিবেশ আদালতে গাছ কাটা নিয়ে মামলা নেই
গাছ কাটার অপরাধে আদালতে তেমন কোনো মামলা নেই। হাইকোর্টে কয়েকটি রিট মামলা রয়েছে। গাছ কাটার বিষয়ে ঢাকার পরিবেশ আদালতে ২৩ বছরে একটি মামলাও হয়নি। এখন পর্যন্ত উচ্চ আদালতে বন উজাড় করা কিংবা অবাধে গাছ কাটার দায়ে কারও দৃশ্যমান সাজার নজির নেই। গাছ কাটার মামলায় নিষেধাজ্ঞা ও তলবের আদেশেই সীমাবদ্ধ আদালত।