প্রাণ ফিরে পেয়েছে মাঙ্কি ডি লুফি, গোল্ড বিয়ারের মতো অন্যসব বেলুন। উপলক্ষ্য থ্যাঙ্কস গিভিং ডে। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে এই দিন উপলক্ষ্যে হচ্ছে প্যারেড। শত শত দর্শনার্থী সেখানে এসেছেন বেলুন দেখতে। সাধারণ বেলুন নয়, একেকটি চরিত্রে হিলিয়াম দিয়ে ফোলানো হয়েছে অর্ধ শতাধিক বেলুন।
এদিকে, থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষ্যে লস অ্যাঞ্জেলসের ডাউনটাউনে বাস্তুচ্যুত মানুষকে খাবার আর পোশাক সরবরাহ করছে কিছু পরিচিত মুখ। তারা বলছেন, যাদের কোনো একসময় ঘরবাড়ি ছিল না, তারাই বোঝে এই অসহায়ত্ব। এই কার্যক্রম চালাচ্ছে, হলিউডের পরিচালক আর অভিনেতারা, টেলিভিশন উপস্থাপক আর রাজনীতিবিদরা। এই মানুষগুলোই খাবার আর পোশাক বিতরণ করছে অসহায় মানুষের মাঝে।
থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে নেই তিল ধারণের ঠাঁই। ছুটির মৌসুম শুরুর কারণে গোটা যুক্তরাষ্ট্রের এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে যাত্রা করছেন রেকর্ড সংখ্যক মার্কিন। সংশ্লিষ্টরা বলছেন, থ্যাংকস গিভিং ডে উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রজুড়ে ভ্রমণ করছেন অন্তত ৮ কোটি মার্কিন নাগরিক। অনেকেই আবার দেশের বাইরে থেকে ফিরছেন নিজ দেশে। মঙ্গলবার দেশটিতে প্রবেশ করেছে ২ কোটি ৭০ লাখ মানুষ। যা গেল বছরের রেকর্ড ভেঙেছে। রোববার পর্যন্ত দেশটিতে আরও বিপুল সংখ্যক পর্যটক আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
প্রতি বছর যুক্তরাষ্ট্র আর কানাডায় বছরের শেষে নানা বিষয়ে কৃতজ্ঞতা জানিয়ে উদযাপনে করা হয় থ্যাঙ্কস গিভিং ডে। এদিন দুই দেশেই থাকে সরকারি ছুটি। প্রতিবছর নভেম্বরের শেষ বৃহস্পতিবার পালিত হয় বিশেষ এই দিনটি। এরমধ্যে দিয়ে শুরু হয় মার্কিনদের হলিডে সিজন।