পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা অটোরিকশার তিন যাত্রী নিহত হয়। এই দুর্ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
নিহতদের মরদেহ উদ্ধারের পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও নজিরের হাট ও বড়দরগাহ বাজারে বাসের ধাক্কায় নিহত হয়েছেন আরও দুইজন।
এদিকে, টাঙ্গাইলের কালিহাতিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক মোটর সাইকেল আরোহী। আর কুষ্টিয়া মিরপুরের তালবাড়িয়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত হয়েছেন আরো ২ জন।