দেশে এখন
0

'নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে বলে গণমাধ্যমে যে বক্তব্য প্রচার হয়েছে, তা সত্য নয়'

আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বলা কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি মনে করেন, বিচারের আগে দলটির রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার সুযোগ নেই। আজ (১৯ ডিসেম্বর) রাতে রাজধানীর আসাদগেটে নিজ অফিসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

এর আগে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাঁধা নেই- এমন খবর গণমাধ্যমে এলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই বক্তব্য প্রত্যাখ্যান করেন। সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা এক বিবৃতিতে এ কথা জানান।

এরপরই ফেসবুকে ‘বক্তব্যের অপব্যাখ্যা সম্পর্কে আমার প্রতিবাদ’ শিরোনামে একটি পোস্ট করেন ড. বদিউল আলম মজুমদার।

তিনি বলেন, 'আজ ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের উদ্যোগে অংশীজনের সঙ্গে এক সফল সংলাপের পর স্থানীয় কিছু সাংবাদিক ভবিষ্যতের নির্বাচন সম্পর্কে আমার কাছে জানতে চান। আমি বলেছি যে, আমাদের কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় নির্বাচনী আইন-কানুন ও বিধি-বিধান সংস্কারের প্রস্তাব করবে।'

বদিউল আলম মজুমদার বলেন, 'আমি আরো বলেছি, ভবিষ্যতে আইন-কানুন মেনে প্রস্তুত হয়ে নির্বাচনে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি কোনো বাধা দেখছি না। এটি বিষয়টি নির্বাচন কমিশনের বিষয়। '

তিনি বলেন, ‘কিন্তু কিছু গণমাধ্যম আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করছে, যা অনাকাঙ্ক্ষিত।'

আসু

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!