দেশে এখন
0

অতিবৃষ্টিতে চাঁদপুরের কয়েকশ মাছ ঘের-পুকুর প্লাবিত, লোকসানে চাষি

চাঁদপুরের ফরিদগঞ্জে অতিবৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে কয়েকশ মাছের ঘের ও পুকুর। ঘেরের চার পাশে জাল দিয়ে মাছ আটকে রাখার চেষ্টা করেও সম্ভব হচ্ছে না। চাষকৃত মাছ ভেসে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হাজারো চাষি।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কেড়োয়া গ্রামের মৎস্য চাষি মাহাবুব আলম খোকন। নাওয়া খাওয়া ভুলে চাষকৃত মাছের ঘের রক্ষায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। শ্রমিকদের সঙ্গে নিয়ে বালি ভর্তি ব্যাগ তুলছেন নৌকায়। এরপর তা মৎস্য ঘেরের চারদিকে জাল দিয়ে তৈরি বেষ্টনী রক্ষায় ফেলছেন।

৬ জন অংশীদার মিলে ৮০ একর জায়গা জুড়ে করেছিলেন তেলাপিয়াসহ কার্প জাতীয় মাছের চাষ। যাতে খরচ হয় প্রায় ৪ কোটি টাকা। আর কিছু দিন পর মাছ বিক্রির কথা থাকলেও গত কয়েক দিনের অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ঘের, ভেসে গেছে কোটি টাকার মাছ।

মাছ চাষি মাহাবুব আলম খোকন বলেন, ‘নেট এবং বালুর বস্তা দিয়ে মাছ আটকানোর চেষ্টা করছি। কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এখনই তা বলা যাবেনা।’

এমন আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হাজারো মাছ চাষি। উপার্জনের একমাত্র সম্বল মাছের ঘের রক্ষায় প্রাণপণ চেষ্টা তাদের। মৎস্য চাষীরা বলেছেন, অন্তত ২০-৩০ কোটি টাকার লোকসানে পড়েছেন তারা।

কয়েকজন মাছ চাষি জানান, আমাদের ৫-৭টা পুকুর ছিল। বৃষ্টির কারণে সবগুলোয় তলিয়ে গেছে এবং প্রায় ৫-৭ লাখ টাকা লোকসান হয়েছে। আরেকজন বলেন, অনেক টাকা বিনিয়োগ করেছি। এখন ক্ষতিগ্রস্ত। কি করব দিশে খুঁজে পাচ্ছি না।

স্থানীয়রা বলছেন, এর আগে এতো পানি দেখেনি কেউ। নদী ও খালের পাড়ে হাত জাল দিয়ে মাছ ধরতে ভিড় করছেন অনেকে। জাল ফেললেই উঠে আসছে বন্যার পানিতে ভেসে যাওয়া বিভিন্ন প্রজাতির মাছ।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমার ২টা পুকুর ছিল। দুই দিনের বৃষ্টিতে পুকুরের মাছ সব চলে গেছে।’ আরো একজন বলেন, ‘মাছ ধরছি কারণ বিলের মাছ, পুকুরের মাছ, চরের মাছ সব ছুটে গেছে ।’

তথ্যমতে, ফরিদগঞ্জ উপজেলায় প্রায় সাড়ে ৭ হাজার মাছ চাষি ২ হাজার ৬৯৫ হেক্টর জলাশয়ে মাছ চাষ করেন। যা থেকে বছরে প্রায় ১১হাজার ৬১৮ মেট্রিক টন মাছ উৎপাদন হয়। কি পরিমাণ মাছ চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো নিশ্চিত নয় মৎস্য বিভাগ। তবে মাছ রক্ষায় চাষীদের নানা পরামর্শ দেয়ার কথা জানান মৎস্য কর্মকর্তা।

ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, ‘অতিবর্ষণ এর শুরু থেকেই চাষীদের বিভিন্ন পরামর্শ দেই পুকুর পাড়ে যাতে নেট দেয় । এছাড়াও বর্ষার শুরুতে বড় মাছগুলো বাজারজাতকরণের পরামর্শ দেয়া হয়।’

চাষকৃত মাছ উৎপাদনে দেশের চতুর্থ শীর্ষ উপজেলা ফরিদগঞ্জ। এখানে উৎপাদিত মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর