এর আগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী মুঠোফোনে সাংবাদিকদের জানিয়েছিলেন, পরিস্থিতি বিবেচনায় আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয়। মন্ত্রী আরও জানান, 'আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরবর্তীতে অবস্থা বিবেচনায় প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'
এর আগে গত ৩১ জুলাই (বুধবার) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আগামী ৪ আগস্ট (রোববার) থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
গত ২৪ জুলাই দেশের চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।