বিদেশে এখন
0

বিশ্বভ্রমণে সবচেয়ে নিরাপদ দেশ কানাডা

বিশ্বে ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে আবারও স্বীকৃতি পেয়েছে কানাডা। আর নিরাপদ শহর হিসেবে বিবেচিত মন্ট্রিয়াল। ফরাসি ভাষাবাসীদের এই শহর যেন অনেকটাই আলাদা। ইতিহাস-ঐহিত্য আর সৌন্দর্য দেখতে তাই ভিড় বাড়ছে প্রতিনিয়তই।

অসাধারণ সব স্থাপত্য, নান্দনিক রূপ আর মন মাতানো সৌন্দর্য- সবই এক রেখায় এসে মিলিত হয়েছে মন্ট্রিয়ালে। কানাডার পূর্বাঞ্চলের প্রদেশ কুইবেকের সবচেয়ে বড় শহর মন্ট্রিয়াল। ফরাসি কৃষ্টিতে গড়ে ওঠা নগরীতে রয়েছে হাজার বছরের সভ্যতা।

যুক্তরাষ্ট্র ভিত্তিক ভ্রমণ ইনস্যুরেন্স কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ে ট্রাভেল প্রটেকশন বলছে, ভ্রমণের জন্য কানাডা বিশ্বের সেরা নিরাপদ গন্তব্য। এরপরে রয়েছে সুইজারল্যান্ড ও নরওয়ে। শহর হিসেবে মন্ট্রিয়াল বিশ্বে দ্বিতীয় নিরাপদ স্থান ভ্রমণকারীদের জন্য।

বাংলাদেশি প্রবাসীদের একজন বলেন, 'অন্যান্য দেশের থেকে মন্ট্রিয়াল শহর অনেক ভালো শহর। এখানে যাতায়াত ব্যবস্থা ভালো।'

আরেকজন বলেন, 'মন্ট্রিয়ালে লিবিং কস্ট অনেক কম অন্যান্য শহরের তুলনায়।'

মে থেকে অক্টোবর পর্যন্ত এই ছয় মাস সব থেকে বেশি পর্যটক বেড়াতে আসেন কানাডায়। দিন দিন এই সংখ্যা বাড়ছে। ২০২২ সালে ভ্রমণ করেন পাঁচ কোটির বেশি মানুষ। ২০২৩ সাল এই সংখ্যাকেও ছাড়িয়ে যায়। বিমান বাংলাদেশের সরাসরি ফ্লাইট থাকায় বাংলাদেশিরাও আসছেন আগের চেয়ে বেশি।

ইএ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!