বাণিজ্যের ইতিহাস
Print Article
Copy To Clipboard
0
সিল্ক রুট: চার হাজার মাইলের কঠিন পথ পেরিয়ে রোম যেত চীনা পণ্য
দুই মহাদেশকে যুক্ত করেছিল প্রাচীন সিল্ক রুট
বর্তমান পৃথিবীকে বলা হয় গ্লোবাল ভিলেজ। চাইলেই বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাওয়া খুব সহজ। এই যে পৃথিবীর এতো উন্নত যোগাযোগ তা কী একদিনে হয়েছে? না। মূলত বাণিজ্যের প্রয়োজনেই গড়ে ওঠেছে নগর, সভ্যতা আর এক অঞ্চলের সঙ্গে আরেক অঞ্চলের যোগাযোগ। ইতিহাসের নানা চড়াই উৎরাই পেরিয়ে আজকের এই উন্নত আর আধুনিক সংযোগ।
এসএসএস
এই সম্পর্কিত অন্যান্য খবর