অর্থনীতি , বিশ্ব অর্থনীতি
বিদেশে এখন
চীনে ঝিমিয়ে পড়েছে স্মার্টফোনের বাজার
চীনে যখন স্মার্টফোনের বাজার অনেকটাই ঝিমিয়ে পড়েছে তখন রমরমা দক্ষিণ-পূর্ব এশিয়ার ৫ দেশ। বছরের শুরুতেই দেশগুলোতে প্রায় ৭৩ লাখ স্মার্টফোন বাজারজাত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি।

২০২৪ সালের শুরুতে বিশ্বের অন্যান্য অঞ্চলে স্মার্টফোনের বাজার কমলেও গতি পেয়েছে দক্ষিণপূর্ব এশিয়ায়। নতুন নতুন ব্র্যান্ড আর বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে অঞ্চলটি।

প্রযুক্তি বাজার গবেষণা সংস্থা ক্যানালিজের তথ্য অনুযায়ী, দক্ষিণপূর্ব এশিয়ায় চলতি বছর শীর্ষ পাঁচটি বাজারে ৭২ লাখ ৬০ হাজার স্মার্টফোন ইউনিট বাজারজাত হয়েছে। যা একবছর আগের চেয়ে ২০ শতাংশ বেশি। সবচেয়ে বড় বাজার ইন্দোনেশিয়াতে বছরের প্রথম মাসেই ৩৮ শতাংশ শিপমেন্ট হয়েছে।

দ্বিতীয় বৃহৎ বাজার ফিলিপিন্সে গেলো বছরের জানুয়ারির চেয়ে চলতি বছর জানুয়ারিতে ৭৭ শতাংশ বেশি শিপমেন্ট হয়েছে। বাকি তিনটি বড় বাজার থাইল্যান্ড, ভিয়েতনাম ও মালয়েশিয়ার মধ্যে কেবল ভিয়েতনামে স্মার্টফোন শিপমেন্ট চলতি বছর কমেছে, দুই শতাংশ।

প্রায় দুইবছর পর করোনাভাইরাস মহামারী পূর্ববর্তী বাজার ফিরে পেতে শুরু করেছে দক্ষিণপূর্ব এশিয়া। গেলো বছরের চতুর্থ প্রান্তিক থেকে শুরু হয় এই ঘুরে দাঁড়ানো, যা এখনও অব্যাহত আছে।

সিএনবিসি'র প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে প্রিমিয়াম এস-টোয়েন্টিফোর সিরিজের সফল উদ্বোধনের কল্যাণে বাজারের সবচেয়ে বড় অংশের নিয়ন্ত্রণ এখন দক্ষিণ কোরিয়াভিত্তিক বহুজাতিক প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের দখলে। ব্যাটারি লাইফ বৃদ্ধি ও নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা যোগ হয়েছে প্রিমিয়াম এস-টোয়েন্টিফোরে।

স্যামসাংকে পেছনে ফেলতে সাশ্রয়ী মূল্যে অত্যাধুনিক স্মার্টফোন বাজারে ছাড়ার কৌশল বেছে নিচ্ছে চীনা প্রতিষ্ঠান। অঞ্চলটিতে জানুয়ারিতে শিপমেন্টের হিসাবে দ্বিতীয় বৃহৎ ফোন ব্র্যান্ড শাওমি একবছরের ব্যবধানে ১২৮ শতাংশ বেশি প্রবৃদ্ধি দেখছে। তুলনামূলক নতুন প্রতিষ্ঠান ট্রানশনের প্রবৃদ্ধির হার ১৯০ শতাংশ।

কিন্তু তাও বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন বাজার চীনেই কমেছে স্মার্টফোন শিপমেন্ট। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য, বছরের প্রথম ছয় সপ্তাহে একবছর আগের চেয়ে দেশটিতে স্মার্টফোন বিক্রি কমেছে সাত শতাংশ। এ আঘাতে সবচেয়ে বেশি ধরাশায়ী যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ওপ্পো, ভিভো ও শাওমির মতো স্থানীয় প্রতিষ্ঠানগুলোর ফোনের দামের সঙ্গেও পাল্লা দিতে হচ্ছে অ্যাপলকে।

চীন-যুক্তরাষ্ট্রে বাজার কমে যাওয়ায় প্রিমিয়াম ফোনের জন্য প্রসিদ্ধ অ্যাপল-হুয়াওয়ের মতো প্রতিষ্ঠান এখন ঝুঁকছে দক্ষিণপূর্ব এশিয়ায়। গেলো বছর মেট সিক্সটি সিরিজের ফাইভ-জি স্মার্টফোন বাজারে ছেড়ে সাড়া জাগানো চীনভিত্তিক হুয়াওয়ের বিক্রি স্থানীয় বাজারে এ বছর বেড়েছে ৬৪ শতাংশ। উদীয়মান বাজার ধরায় অ্যাপলকে টেক্কা দিতে মরিয়া হুয়াওয়ে দক্ষিণপূর্ব এশিয়ার শীর্ষ বাজার ইন্দোনেশিয়ায় টেলিপ্রযুক্তি প্রতিষ্ঠান টেলকমসেলের সঙ্গে চুক্তিও করেছে।

এভিএস