বিদেশে এখন
পরিবেশ ও জলবায়ু

তাপদাহে বিবর্ণ হওয়ার পথে কোরাল প্রাচীর

চরম তাপদাহের কারণে পৃথিবীর দুই তৃতীয়াংশ কোরাল প্রাচীর বিবর্ণ হওয়ার পথে।

গেলো বছরের তুলনায় আরও বাড়বে কোরালের বিবর্ণতা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যাটমোস্ফেরিক এডমিনিস্ট্রেশন বলছে, চতুর্থ গণ বিবর্ণতার সাক্ষী হয়েছে বিশ্বের কোরাল প্রাচীরগুলো। এল নিনোর কারণে বিশ্বের সমুদ্রের তাপমাত্রা রেকর্ড বেড়েছে।

আটলান্টিক সাগরের কোরাল প্রাচীরের অবস্থা শোচনীয়, গেলো বছর উপকূলের ৯৯ শতাংশ কোরাল প্রাচীর বিবর্ণতার শিকার হয়েছে। চলতি বছর ৬২ টি দেশ ও অঞ্চলে দেখা যাচ্ছে গণহারে কোরাল ব্লিচিং।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর