উত্তর আমেরিকা , এশিয়া
বিদেশে এখন
যৌথ সামরিক মহড়ায় উত্তাপ উত্তর কোরিয়ায়
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মধ্যে নতুন করে যুদ্ধ উত্তেজনা ছড়াচ্ছে উত্তর কোরিয়া। এরই মধ্যে সেনাদের একটি প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শন করে যুদ্ধের জন্য সব দিক থেকে প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন কিম জং উন।

চলতি বছর দক্ষিণ কোরিয়াকে 'প্রধান শত্রু' হিসেবে ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। এরপর থেকে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে।

এরই মধ্যে পিয়ংইয়ংয়ের পারমাণবিক হুমকির বিরুদ্ধে প্রস্তুতি জোরদার করতে সোমবার (৪ মার্চ) ১১ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। যে আওতায় ক্ষেপণাস্ত্র মোকাবিলার সক্ষমতা যাচাই করা হচ্ছে। এমনকি বোমা ও বিমান হামলা চালানো এবং প্রতিরোধসহ সরাসরি গুলি বিনিময়ের প্রশিক্ষণও নেয়া হচ্ছে।

সিউল ও ওয়াশিংটনের যৌথ মহড়ায় ছড়িয়ে পড়া উত্তেজনার মধ্যেই বসে নেই পিয়ংইয়ং। নিজের সেনাদেরও যুদ্ধের জন্য প্রস্তুত করছে কিম জং উন। সেনাদের মনোবল বাড়াতে বুধবার (৬ মার্চ) দেশটির পশ্চিমাঞ্চলে থাকা গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শন করেন তিনি। সেখানে যুদ্ধের জন্য প্রস্তুতি বাড়াতে সেনাদের নির্দেশও দিয়েছেন উত্তর কোরিয়ার এই নেতা।

২০২২ সালের শুরুর দিকে, উত্তর কোরিয়া তার অস্ত্রাগার আধুনিক করার জন্য ১০০ রাউন্ডেরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এর জবাবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের প্রশিক্ষণের সময়সীমা বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও দূরপাল্লার পরমাণুসমৃদ্ধ বোমারু বিমান মোতায়েন বাড়িয়েছে।

চলতি বছরের শুরুতেও ছয়বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এছাড়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া উসকানি দিলে তাদের 'ধ্বংস' করার হুমকিও দিয়েছেন কিম জং উন।

এমএসআরএস