বিদেশে এখন , বিশ্ব অর্থনীতি
অর্থনীতি
ঈদ ঘিরে দক্ষিণ পূর্ব এশিয়ায় ফুলফেঁপে ওঠেছে প্রসাধনীর বাজার
ঈদ ঘিরে দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে এবার প্রসাধনী সামগ্রীর বিক্রি বেড়েছে ৪৭ শতাংশ। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ফুলফেঁপে ওঠেছে রূপচর্চার সামগ্রীর ব্যবসা। সেইসঙ্গে ভিড় বেড়েছে স্থানীয় খাবার, পানীয় ও পোশাকের দোকানে।

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে কেনাকাটার সবচেয়ে বড় মৌসুম ঈদ। দক্ষিণ-পূর্ব এশিয়ার বৈচিত্র্যময় অর্থনীতিতে ঈদের সময় ব্যাপক চাহিদা তৈরি হয় প্রসাধনী সামগ্রীর। ক্রেতাদের বাড়তি চাহিদা মেটাতে ব্যবসায়ীরাও হাটেন ভিন্ন পথে। এ সময়টাতে আকর্ষণীয় ছাড় ও নিত্যনতুন পণ্যের সমাবেশ ঘটান ব্যবসায়ীরা।

ইন্দোনেশিয়ার বাজার গবেষণা সংস্থার তথ্য বলছে, দেশটিতে এবার রমজান মাসে ত্বকের যত্নের প্রসাধনী ও মেকআপের বিক্রি বেড়েছে ২০ শতাংশ। গত বছরের দেশটিতে ভোগ্যপণ্যের বিক্রি বেড়েছে ১ শতাংশের বেশি। ঈদ উপলক্ষে পারিবারিক জমায়েত ও দাওয়াতের জন্য সবাই সাজগোজে ব্যয় করে।

ঈদের বাজারে রূপচর্চা সামগ্রীর বিক্রি বাড়াতে নানা কৌশল নেন ব্যবসায়ীরা। ইন্দোনেশিয়ান অনেক কোম্পানি অফলাইনের পাশাপাশি অনলাইনেও ঝুঁকছে। নামীদামী ব্র্যান্ডগুলো ই-কমার্স সাইট, ফেসবুক, টিকটকের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলোতেও প্রচারণা চালায়।

ঈদে বিভিন্ন পণ্যের বিক্রি বেড়েছে।

ঈদ ঘিরে ইন্দোনেশিয়ার বাজারগুলো জমজমাট থাকে। স্থানীয় খাবার, পানীয় ও পোশাকের দোকানে ক্রেতাদের ভিড় বাড়ে বহুগুণ। গত বছরের তুলনায় এবার ক্রেতা সমাগম অনেক বেশি।

বিক্রেতা একজন বলেন, 'গত কয়েকদিনে প্রায় ৫০ শতাংশ বিক্রি বেড়েছে। বিশেষ করে ঈদ ঘিরে অনেক ক্রেতার দোকানে আসছে।'

ক্রেতা একজন বলেন, 'ঈদের সময় মেহমানদের পরিবেশন করার জন্য নানা রকম খাবার ও জিনিসের দরকার হয়। তাই দাম বেশি হলেও, আমরা অনেক কিছু কেনার চেষ্টা করি।'

ঈদের সময় প্রসাধনী সামগ্রীর বিক্রি কেবল ইন্দোনেশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। পুরো দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে রমজানের প্রথম দুই সপ্তাহে প্রসাধনী সামগ্রীর খুচরা বিক্রি বেড়েছে ৪৭ শতাংশ। থাইল্যান্ডে ৭৩, মালয়েশিয়ায় ৪০ ও সিঙ্গাপুরে ৩০ শতাংশ বিক্রি বেড়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রসাধনী সামগ্রীর বাজার।

গবেষণা প্রতিষ্ঠান মরডর ইন্টিলিজেন্সের তথ্য মতে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রসাধনী পণ্যের বাজারের আকার প্রায় ২৮ হাজার কোটি ডলারের। ২০২৯ সালের মধ্যে এই বাজার ৩০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে।

যেকোনো উৎসব এলেই মানুষের রূপচর্চার প্রবণতা বেড়ে যায়। ঈদের সময়ও ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় রূপচর্চার সামগ্রীর বহুগুণ কদর বাড়ে। অন্যান্য কেনাকাটার মতোই প্রসাধনী সামগ্রী কেনার হিড়িক পড়ে যায়। দোকানগুলোতেও রূপচর্চার উপকরণের মজুত থাকে পর্যাপ্ত।

ইএ