অর্থনীতি
0

রাশিয়া-ইউক্রেন সংকটে বড় মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে : রাশিয়ার রাষ্ট্রদূত

Shahinur Sarkar
ঢাকা

বাণিজ্য এগিয়ে নিতে মুখিয়ে আছে রাশান কোম্পানিগুলো। বাংলাদেশের স্পেস ইন্ডাস্ট্রিতে অবদান রাখতে চায় রাশিয়া।

রাশিয়া-ইউক্রেন সংকট বিশ্ব অর্থনীতিকে লণ্ডভণ্ড করে দিয়েছে উল্লেখ করে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি বলেছেন, এই সংকটে বড় মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে। বিশেষ করে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে অনেক। আরো বলেন, রাশান কোম্পানিগুলো জি টু জি পদ্ধতিতে বাণিজ্য এগিয়ে নিতে এবং বিনিয়োগ করতে মুখিয়ে আছে।

জাতীয় প্রেসক্লাবে 'টকস উইথ অ্যাম্বাসেডর' অনুষ্ঠানে একথা বলেন তিনি। রাষ্ট্রদূত বলেন, ইন্দোপ্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিকক্ষেত্র করার ইচ্ছা কোনোভাবে বাস্তবায়ন হতে দেবে না দেশগুলো। এই অঞ্চলে আসিয়ান, আইওরা, বিমসটেক এর সদস্য রাষ্ট্রগুলো সিদ্ধান্ত নেবে। যুক্তরাষ্ট্রের অযাচিত হস্তক্ষেপ কিংবা তাদের মতো চলতে দেয়া হবে না।

পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী আচরণের কঠোর সমালোচনা করে মান্টিটস্কি বলেন, অন্য দেশের মানবাধিকার নিয়ে কথা বলা দেশগুলো গাজার গণহত্যা নিয়ে নিশ্চুপ কেনো!

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে তিনি বলেন, চুক্তি অনুযায়ী রাশিয়া নিজ দেশে নিউক্লিয়ার বর্জ্য ফিরিয়ে নিয়ে যাবে। এনিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই।

রাষ্ট্রদূত আরো বলেন, 'বাংলাদেশের স্পেস ইন্ডাস্ট্রিতে অবদান রাখতে চায় রাশিয়া। যা বাংলাদেশ সরকারের বিবেচনায় আছে। এছাড়া, কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প এখনও পাইপলাইনে আছে।' জানান, তৈরি পোশাক শিল্প, আইসিটি, ফার্মাসিটিক্যালস এ বিনিয়োগ করতে আগ্রহী তার দেশ। আর স্যাটেলাইট ২ ফ্রান্সের কাছ থেকে কিনবে নাকি রাশিয়া থেকে কিনবে সে সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর