মধ্যপ্রাচ্য
বিদেশে এখন

আগ্রাসনে ফিলিস্তিনে নিহত ২৯ হাজার ছাড়িয়েছে

গাজাকে নিরস্ত্রীকরণের প্রস্তাব নেতানিয়াহুর

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের ১৪১ দিনে ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৬০৬ জনে। আহত প্রায় ৭০ হাজার মানুষ।

এমন পরিস্থিতির মধ্যেই গাজায় হামাসের কাছে বন্দি ইসরাইলি জিম্মিদের উদ্ধারে অস্ত্রবিরতির আলোচনার জন্য কাতারের রাজধানী দোহায় প্রতিনিধি দল পাঠিয়েছে তেলআবিব। ফ্রান্সের প্যারিসে শুরু হওয়া এ আলোচনায় কাতারের সাথে মধ্যস্থতার চেষ্টা করছে মিশর আর যুক্তরাষ্ট্রও।

এদিকে, যুদ্ধপরবর্তী গাজা উপত্যকাকে পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণের প্রস্তাব দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উপত্যকা থেকে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-কেও সরিয়ে নিতে এবং গাজায় মোতায়েন ইসরাইলি সেনাদের স্বায়ত্ত্বশাসনও প্রতিষ্ঠা করতে চান তিনি। অন্যদিকে, যুদ্ধের মধ্যেই অবরুদ্ধ পশ্চিম তীরে আরও ৩৩শ'র বেশি অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনা করছে ইসরাইল।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর