মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের শঙ্কা

গাজায় চলমান আগ্রাসন আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা বাড়ছে। এতে পুরো মধ্যপ্রাচ্যেই যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বিশ্লেষকদের।

যুগ যুগ ধরে ইসরাইলি বর্ববতার শিকার হয়ে আসছে ফিলিস্তিনিরা। গাজা উপত্যকা ও পশ্চিম তীরে প্রতিবছরই প্রাণ হারান বহু মানুষ। চলমান আগ্রাসনে সেই মাত্রা বেড়েছে কয়েকগুণ। তবুও সমাধানের পথ খুঁজে পাচ্ছে না আন্তর্জাতিক সম্প্রদায়। এমনকি হামাস ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ'র মধ্যে সম্পর্ক ভালো না হওয়ায় ফিলিস্তিনির ভবিষ্যৎ নিয়ে ঐক্যমতে পৌঁছানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

তবে ইসরাইল বিরোধী বিভিন্ন পদক্ষেপ নিয়ে ফিলিস্তিনিদের মন জয় করছে হামাস। এদিকে গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন ভূ-রাজনৈতিক উত্তেজনার পারদকে আরও বাড়িয়ে তুলছে। খোদ যুক্তরাষ্ট্রের চাপ থাকার পরও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র মানতে নারাজ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সবমিলিয়ে দিন দিন ঘোলাটে হচ্ছে পরিস্থিতি। যার জেরে অশান্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। কারণ ইসরাইলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ অঞ্চলটির বিভিন্ন সশস্ত্র সংগঠনকে উসকে দিচ্ছে।

এমন উত্তাল অবস্থায় ইরাক ও সিরিয়ায় ঘটছে হামলার ঘটনা। পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ। ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের হামলায় লোহিত সাগরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বিপরীতে হুতিদের দমাতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সৌদি আরব ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া অনেকদূর এগোলেও ইসরাইল-ইরান দ্বন্দ্ব চরমে।

বিশ্লেষকরা বলছেন, ছোট ইস্যুকে গুরুত্ব দিচ্ছে না শক্তিধর দেশগুলো। যুক্তরাষ্ট্র চীন আর রাশিয়াকে কোণঠাসা করতে ব্যস্ত। মধ্যম পর্যায়ের দেশগুলো হয় যেকোন এক পক্ষ নিচ্ছে, না হয় নিরপেক্ষ থাকছে। সবাই নিজেদের সমস্যা নিয়ে এতো ব্যস্ত যে, ইসরাইলের মতো কম শক্তিশালী দেশকে নিজেদের মতো ছেড়ে দিয়েছে। যা আন্তর্জাতিকভাবে বড় ধরনের সমস্যা তৈরি করছে।

এ অবস্থায় শেষ পর্যন্ত বড়সড় আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বলা হচ্ছে,ধৈর্য্য হারা হয়ে মধ্যপ্রাচ্যের অন্য দেশও সংঘাতে জড়াতে পারে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে পূর্বাভাস দেয়া একটি জটিল প্রক্রিয়া। যেখানে অঞ্চলটি ছাড়াও বাইরের অনেক দেশের স্বার্থ সংশ্লিষ্ট কারণ রয়েছে।

এই সম্পর্কিত অন্যান্য খবর