পরিষেবা
অর্থনীতি
ট্রেনে উঠে গেল রেয়াত সুবিধা, ভাড়া বাড়ায় যাত্রীদের ক্ষোভ
আজ থেকে শুরু হয়েছে রেয়াত সুবিধাবিহীন নতুন ভাড়ায় ট্রেনের টিকিট বিক্রি। কাউন্টার ও অনলাইনে মিলছে ৪ মে এর আগাম টিকিট। টিকিটের ধরন ও দূরত্ব অনুযায়ী মূল্য বেড়েছে ২০ থেকে ৪ শ' টাকা পর্যন্ত। যাত্রীরা বলছেন, এটি তাদের জন্য "মরার উপর খাঁড়ার ঘা"। দাম বাড়লেও সেবার মান না বাড়ার অভিযোগ তাদের।

৩২ বছর পর রেয়াত সুবিধা উঠিয়ে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ১শ' কিলোমিটারের বেশি ভ্রমণে এতদিন রেলওয়ে ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ভাড়া ছাড় দিতো যাত্রীদের।

রেয়াত সুবিধা প্রত্যাহারের কারণে দূরত্ব অনুযায়ী ভাড়া বেড়েছে ট্রেনের। শোভান চেয়ারের ক্ষেত্রে কিলোমিটার হিসেবে টিকিটের দাম বেড়েছে ২০ থেকে দেড়শ' টাকা পর্যন্ত। যেখানে বেনাপোল, খুলনা, রংপুর ও পঞ্চগড় যেতে বাড়তি খরচ করতে হবে যথাক্রমে ১২০, ১২৫, ১৩০ ও ১৪৫ টাকা।

আর এসি চেয়ার কিংবা স্নিগ্ধায় বেড়েছে আরও কিছু বেশি। ৪ মে থেকে পরবর্তী যেকোন দিন ভ্রমণে এসি চেয়ারে খরচ করতে হবে ৫০ থেকে ৩ শ' টাকা পর্যন্ত। কিছু ট্রেনের কেবিনের ভাড়া বেড়েছে ৪ শ' টাকা পর্যন্ত।

বুধবার অনলাইন ও কাউন্টারে ৪ মে এর আগাম টিকিট বিক্রি শুরু হয়। অনলাইনে না পেয়ে কাউন্টারে আসা যাত্রীরা বলছেন, টিকিটের দাম বৃদ্ধি তাদের উপর যেন "মরার উপর খাঁড়ার ঘা"। দামের সাথে রেল সেবার মান বাড়ানোর দাবি তাদের।

রেলওয়ে বলছে, এটি আলাদা কোন মূল্যবৃদ্ধি নয়। শুধুমাত্র রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে।

আন্তঃনগর সব ট্রেন ভ্রমণে খরচ বাড়লেও, নতুন চালু হওয়া কক্সবাজার রুটের ২ জোড়া ও লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে টিকিট বিক্রি হচ্ছে আগের দামেই।

এসএসএস