অর্থনীতি
বাজেট ২০২৪-২৫
0

‘কালো টাকা সাদা করা নায্য সমাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করা কর সমতা ও নায্যতাপূর্ণ সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকনোমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান।

আজ (সোমবার, ১০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ আয়োজিত জাতীয় বাজেট পর্যালোচনা বিষয়ক আলোচনায় তিনি এ কথা বলেন ।

সেলিম রায়হান বলেন, 'বর্তমান বাজেট দেশের অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করবে। বাজেটে মুদ্রাস্ফীতি বিনিয়োগ বাস্তবসম্মত হয়নি। ব্যাংকিং খাত পুনর্গঠন ও বাজেটে করের আওতা বাড়ানোর পাশাপাশি বাজেটে খাতগুলোতে বরাদ্দ বাড়াতে হবে।'

সভায় প্যানেল আলোচনায় ছিলেন ঢাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, অধ্যাপক ড. ফেরদৌসী নাহার, ড. রুমানা হক ও ড. সৈয়দ নাঈমুল ওয়াদুদ। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাসুদা ইয়াসমীন।

ঢাবি উপাচার্য বলেন, ‘বাজেটে বরাদ্দের পুরো অর্থ ঠিকভাবে খরচ করার সক্ষমতা আমাদের সব মন্ত্রণালয়ের আছে কিনা, সেটি বড় প্রশ্ন? দক্ষতার অভাবে বিভিন্ন খাতে অপচয়ের পরিমাণ প্রতিবছর বাড়ছে। যদি এ অপচয় কমানো যায়, তাহলে বাজেট থেকে আরও বেশি সুফল পাওয়া যাবে। সেজন্য দক্ষতা বাড়াতে করতে হবে। তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।’

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর