মধ্যপ্রাচ্য
বিদেশে এখন

দুবাইয়ে আবাসিক সম্পত্তির মালিকানায় শীর্ষে ভারত

দুবাইয়ে আবাসিক সম্পত্তির বিদেশি মালিকানায় শীর্ষে রয়েছে ভারত। শহরটিতে ১৭০০ কোটি মার্কিন ডলারের ৩৫ হাজার বাড়ির মালিক প্রায় ৩০ হাজার ভারতীয়। ৫৮টি দেশের সংবাদকর্মীদের অনুসন্ধানের প্রেক্ষিতে তৈরি প্রতিবেদন 'দুবাই আনলকড' প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিলাসবহুল জীবনযাত্রার স্বর্গনগরী দুবাই। আকাশচুম্বী ভবন দেখেই এক নজরে চেনা যায় দুবাইকে। দেশ-বিদেশের ব্যবসায়ী নেতারা লাখ-কোটি ডলারের চুক্তি সই করেন এখানে, প্রভাবশালী তারকাদের বিলাসী জীবনের কেন্দ্রও এই শহর। প্রখ্যাত হলিউড তারকা টম ক্রুজ তার ব্লকবাস্টার ফিল্ম ফ্র্যাঞ্চাইজির জন্য বিশ্বের সবচেয়ে উঁচু ভবন থেকে লাফও দিয়েছিলেন এই দুবাইয়ে।

দেশ-বিদেশের কুখ্যাত ব্যক্তিদের কালো টাকার নিরাপদ স্বর্গ পারস্য উপসাগরীয় এই শহর। দণ্ডপ্রাপ্ত ও পলাতক অপরাধী, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, আন্তর্জাতিক অঙ্গনে নিষিদ্ধ ব্যক্তিরা বছরের পর বছর ধরে দেশ থেকে পাচার করা অর্থে দুবাইয়ে মালিক হয়েছেন বিলাসবহুল সম্পদের।

দুবাইয়ে অন্তত একটি হলেও বাড়ি আছে, এমন বিদেশি নাগরিকদের একটি তালিকা করেছে অনুসন্ধানী সাংবাদিকদের গ্লোবাল নেটওয়ার্ক অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট, সংক্ষেপে ওসিসিআরপি এবং নরওয়েভিত্তিক আউটলেট ই-টোয়েন্টিফোর। এর আগে দুবাইয়ের কয়েক লাখ স্থাবর সম্পত্তির বিস্তারিত তথ্য সংগ্রহ করে ওয়াশিংটনভিত্তিক অলাভজনক সংস্থা সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ, সংক্ষেপে সি-ফোর-অ্যাডস।

৬ মহাদেশের ৫৮টি দেশের ৭৪টি মাধ্যমের সংবাদকর্মীদের ছয় মাসের অনুসন্ধানের ফলাফল 'দুবাই আনলকড'। দুই বছর আগে ফাঁস হওয়া নথির তথ্য বিশ্লেষণ করে অর্থনীতিবিদ ও সংবাদকর্মীরা বলছেন, বিশ্ব অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র দুবাইয়ে আবাসন সম্পত্তির বিদেশি মালিকানার শীর্ষে ভারত।

দেশটিতে ২৯ হাজার ৭০০ ভারতীয়র নামে আছে ৩৫ হাজার স্থাবর সম্পত্তি। সবমিলিয়ে এসব সম্পত্তির মূল্য ২০২২ সালেই ছিল ১ হাজার ৭০০ কোটি ডলার। ভারতে পুঁজিবাজারে কারচুপি ও অর্থপাচার ইস্যুতে কুখ্যাত নাম বিনোদ শান্তিলাল আদানির নাম রয়েছে এ তালিকায়।

তালিকার দ্বিতীয় অবস্থানে পাকিস্তান। দুবাইয়ে ১১০০ কোটি ডলারের ২৪ হাজার ৫০৩টি আবাসন সম্পত্তির মালিকানা ভোগ করছে ১৭ হাজারের বেশি পাকিস্তানি। প্রতি পাকিস্তানির মালিকানায় দুবাইভিত্তিক সম্পত্তির গড় মূল্য ৪ লাখ ডলারের বেশি। শীর্ষ ২০৪ পাকিস্তানি নাগরিকের দুবাইয়ের বাড়ির মোট দাম ৩৮ হাজার ৬০০ কোটি ডলার।

এদের মধ্যে রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী আসিফ আলি জারদারির তিন ছেলে, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে হুসাইন নওয়াজ, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিসহ পাকিস্তানের রাজনীতি ও অপরাধ জগতের বেশ কিছু নাম।

বর্তমানে বৈশ্বিক আবাসন খাতে সবচেয়ে গরম দুবাইয়ের বাজার। দেশটিতে মোট জনগোষ্ঠীর ৯০ শতাংশের বেশি বিদেশি। দুবাই আনলকডের তথ্য বলছে, নগরীতে আবাসন খাতে তৃতীয় সর্বোচ্চ বিদেশি মালিকানা যুক্তরাজ্যের। ২২ হাজার আবাসিক স্থাপনা কিনেছেন ১৯ হাজার ৫০০ ব্রিটিশ নাগরিক। এসব বাড়ির মোট মূল্য ১ হাজার ডলার। চতুর্থ অবস্থানে থাকা সাড়ে আট হাজার সৌদি নাগরিক ৮৫০ কোটি ডলারে কিনেছেন ১৬ হাজার বাড়ি।

অস্ট্রেলিয়ার কোকেন পাচারকারী থেকে শুরু করে পশ্চিম আফ্রিকার বিভিন্ন স্বৈরশাসক, এমনকি লেবাননে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তালিকায় থাকা সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ'র সদস্যেরও নিজ নামে বাড়ি রয়েছে দুবাইয়ে।

ওসিসিআরপি জানিয়েছে, এসব তথ্যের সঙ্গে কারও আর্থিক দুর্নীতি বা কর ফাঁকির সম্পর্ক নেই।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর