যুদ্ধ , এশিয়া
বিদেশে এখন
পীত সাগরে ফের উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র!
পশ্চিম উপকূল থেকে পীত সাগরে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। কিম জং উন সমরাস্ত্রের উৎপাদন বাড়ানোয় জোর দেয়ায় কোরীয় উপদ্বীপে বাড়ছে উত্তেজনা।

সম্প্রতিই দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনঃএকত্রীকরণ সংবলিত একটি নির্দশন গায়েব করে দিয়েছে উত্তর কোরিয়া। কিম জং উন সাফ জানিয়ে দিয়েছেন কোরিয়ার দুই দেশের সম্পর্ক উন্নয়ন আর সম্ভব নয়। স্যাটেলাইট থেকে গায়েব হয়ে গেছে ২০০১ সালে প্রতিষ্ঠিত পুনঃএকত্রীকরণের নির্দশনটি।

গেল কয়েক সপ্তাহ ধরেই দক্ষিণ কোরিয়ার ওপর ক্ষুদ্ধ উত্তর কোরিয়া। কিম জং উন সিউলকে নিজেদের সর্বোচ্চ শত্রু হিসেবে বিবেচনা করার ঘোষণাও দিয়েছেন।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে আবারও পীত সাগর অভিমুখে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এর মাত্র দুই সপ্তাহ আগেই মধ্যম পাল্লার কঠিন জ্বালানিবাহী হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং।

এরপর পানির নিচ দিয়ে হামলায় সক্ষম পরমাণু অস্ত্র পরীক্ষা করে দেশটি। উত্তর কোরিয়া জানায় দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র আর জাপানের যৌথ সামরিক মহড়ার বিভিন্ন উপায়ে জবাব দেয়া হচ্ছে।

পরমাণু অস্ত্র তৈরি আর ব্যবহারে জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়া। ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে শক্তিশালী হওয়ার পাশাপাশি রাডারে ধরা না পড়ায় দক্ষিণ কোরিয়া আর জাপানের জন্য তৈরি হচ্ছে ঝুঁকি।

কয়েকমাস ধরেই এই উপকূলে অস্থিরতা চরমে। যুক্তরাষ্ট্র আর মিত্র দেশগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার পরমাণু যুদ্ধ শুরু হতে পারে বলে অনেক আগে থেকেই বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

এভিএস