এশিয়া
বিদেশে এখন
0

৭২ বছরের রেকর্ড ঠাণ্ডায় কাবু চীন।

রাজধানী বেইজিংয়েই দিনের বেশিরভাগ সময় তাপমাত্রা থাকছে হিমাঙ্কের নিচে। শৈত্যপ্রবাহ আর তুষারঝড়ে হাড়কাঁপানো শীত কাবু করেছে সুদূর যুক্তরাষ্ট্রকেও। অন্যদিকে বজ্রসহ ঝড়ে অস্ট্রেলিয়ায় প্রাণ গেছে কমপক্ষে নয়জনের। অতিবৃষ্টি-বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ড।

দিনের পর দিন একটানা হিমাঙ্কের নিচে তাপমাত্রা, এমন পরিস্থিতি শেষবার চীন দেখেছিল ১৯৫১ সালের ডিসেম্বরে। সাত দশক পেরিয়ে আবারও এমনই ডিসেম্বর পার করছেন খোদ রাজধানী বেইজিংয়ের বাসিন্দারা। রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা, তীব্র শৈত্যপ্রবাহ আর তুষারঝড়ে জবুথবু সারাদেশ।

আর্কটিকের হাড়কাঁপানো ঠাণ্ডা বাতাসে চীনের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বড় অংশে গেল সপ্তাহ থেকে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস। ১১ ডিসেম্বর থেকে সোমবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত তাপমাত্রা হিমাঙ্কের নিচে ছিল সাড়ে ৩শ' ঘণ্টা। একই সময়ে বেইজিংয়ে টানা নয়দিন তাপমাত্রা ছিল -১০ ডিগ্রি সেলসিয়াস।

সুদূর যুক্তরাষ্ট্রে মধ্যপশ্চিমাঞ্চলীয় নেব্রাস্কা অঙ্গরাজ্যও চাপা পড়েছে কয়েক ইঞ্চি তুষারের নিচে। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতেও শীতকালীন ঝড় আর হিমশীতল বাতাসে বিপর্যস্ত ছিল সাউথ ডাকোটা, নেব্রাস্কা, কানসাস, কলোরাডোসহ বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা।

মার্কিন আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশের উত্তর ও মধ্যাঞ্চলীয় সমতল আর মধ্য-পশ্চিমাঞ্চলের উত্তর ভারী তুষারপাত অব্যাহত থাকবে আরও কয়েকদিন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বড়দিনের ছুটিতে ভ্রমণ বিপজ্জনক বলে জারি করা হয়েছে সতর্কতা।

অন্যদিকে, ভারী বৃষ্টি শক্তিশালী বজ্রঝড়ে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে প্রাণ গেছে কয়েকজনের। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন লাখো মানুষ। ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস আর কুইন্সল্যান্ডে সোম-মঙ্গলবার হয়েছে ব্যাপক শিলাবৃষ্টি। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে বাসাবড়ির ছাদ, শেকড় উপড়ে গেছে গাছপালার।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে সোমবার থেকে ভারী বৃষ্টির পর দেখা দিয়েছে তীব্র বন্যা। নারাথিওয়াত প্রদেশে বন্যার কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকায়। বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। বন্যাকবলিতদের সাহায্যে কাজ করছে সেনাবাহিনীও।

এমএসআরএস

আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর