দেশে এখন
ভ্রমণ
0

ঈদে পর্যটক বরণে প্রস্তুত রাঙামাটি

ঈদে পর্যটক বরণে প্রস্তুত পাহাড়ি শহর রাঙামাটি। ভ্রমণ পিপাসুদের টানতে এখানকার হোটেল-মোটেল ৩০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। এরই মধ্যে বেশিরভাগ হোটেল-মোটেলে বুকিং হয়েছে ৭০ থেকে ৮০ শতাংশ কক্ষ। পর্যটকদের নিরাপত্তায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

পাহাড় ঝর্ণা আর হ্রদের শহর রাঙামাটি। সঙ্গে রয়েছে দিগন্ত বিস্তৃত সবুজ বন-বনানী। প্রকৃতি প্রেমীরা এ দৃশ্য দেখতে ছুটি কাটাতে বেছে নেন পার্বত্য জেলা রাঙামাটিকে। তাই এবারের ঈদে লাখো পর্যটক বরণে প্রস্তত এখানকার ব্যবসায়ীরা। রাঙামাটি ও সাজেকের হোটেল রিসোর্টগুলোতে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে।

রাঙামাটি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈনউদ্দিন সেলিম বলেন, 'ঈদে প্রচুর পর্যটক আসবে রাঙ্গামাটি পার্বত্য জেলায়। আমাদের রাঙ্গামাটির লেক, পাহাড় দেখার জন্য পর্যটকদের স্বগত জানাচ্ছি।'

রাঙামাটি শহরে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা ৬৫টি হোটেল-মোটেল ও ১৭টি ইকো রিসোর্ট ও বেশ কয়েকটি পর্যটনস্পট আছে। এছাড়া কাপ্তাই ও হালের ক্রেজ সাজেক রয়েছে ছোটবড় ১৩০টি হোটেল রিসোর্ট আছে। সব মিলিয়ে এসব হোটেল রিসোর্টে প্রায় ১৫ হাজার মানুষের রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে। এরই মধ্যে এসব হোটেল-মোটেলে আগাম বুকিং হয়েছে ৭০ থেকে ৮০ শতাংশ।

রাঙামাটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, 'সামনে পর্যটকরা আসবে। তাদের সুবিধার জন্য আমরা এখন বিভিন্ন মেরামত কাজগুলো করছি। আশা করি এবার রাঙ্গামাটিতে বিপুল সংখ্যক পর্যটক আসবে।'

পর্যটকদের নিরাপদ ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিতসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পার্বত্য অঞ্চলের পর্যটন পুলিশের পুলিশ সুপার মহিউল ইসলাম বলেন, 'পর্যটনস্পটগুলো প্রতিটিতে আমাদের টহল ডিউটি আছে। এখন থেকেই আমরা স্পটগুলোতে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করছি।'

ঈদে রাঙ্গামাটিতে কয়েক লাখ পর্যটক সমাগম হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর