এশিয়া
বিদেশে এখন
0

সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, বুধবার ঈদ

সৌদি আরবের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী ‍বুধবার (১০ এপ্রিল) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ (সোমবার, ৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ইনসাইড দ্য হারামাইন।

সৌদি আরবে আরবি বর্ষপঞ্জিকার নবম মাস পবিত্র রমজান শুরু হয় গত ১১ মার্চ। সেই হিসাবে আজ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৯তম রোজা পালন করা হয়। চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে ৩০টি রোজা পূর্ণ হচ্ছে আগামীকাল মঙ্গলবার। এর পরের দিন সেখানে পবিত্র ঈদুল ফিতর।

গত শনিবার (৬ এপ্রিল) সৌদি সুপ্রিম কোর্ট নাগরিকদের সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান জানায়। খালি চোখে হোক আর দূরবীনের মাধ্যমেই হোক, চাঁদ দেখতে সক্ষম ব্যক্তিদের উৎসাহিত করা হয়। সেই সঙ্গে কেউ চাঁদ দেখলে তাকে কাছের আদালতে গিয়ে সাক্ষ্য দেয়ার জন্য অনুরোধ জানানো হয়।

সেই আহ্বান সাড়া দিয়ে এদিন মাগরিবের নামাজের পর পশ্চিম আকাশে চোখ রাখেন দেশটির লাখ লাখ মুসল্লি। তবে এদিন চাঁদ দেখা যায়নি। সন্ধ্যার কিছুক্ষণ পরই ইনসাইড দ্য হারামাইন এক ঘোষণায় জানায়, শাওয়ালের চাঁদ দেখা যায়নি। তাই বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

প্রসঙ্গত, ইসলামি (হিজরি) ক্যালেন্ডারের দশম মাস শাওয়ালের চাঁদ দেখার ওপর ঈদুল ফিতরের প্রথম দিনটি নির্ধারণ করা হয়ে থাকে। চন্দ্র মাসগুলো ২৯ ও ৩০ দিন হয়ে থাকে। তাই আরবি মাস শুরুর জন্য চাঁদ দেখার জন্য অপেক্ষা করতে হয়।

এছাড়াও গাল্ফ নিউজের প্রকাশিত প্রতিবেদনে বলা হয় সৌদি আরবসহ কাতার ও অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর হবে বুধবার।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর