তিনি বলেন, ২০১৪ সালে তারা (বিএনপি) যেভাবে মানুষ হত্যা করেছে, আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে, সম্পদ পুড়িয়েছে, সেই কাণ্ডটি আবার শুরু করেছে। এদেশের মানুষ কোনো ভীতিতে ভীত না হয়ে সু্ন্দরভাবে সারাদেশে আজ ভোট দেবে এবং নতুনভাবে আরেকটি সরকার খুব শিগগির আপনারা দেখবেন।
আজ রোববার (৭ জানুয়ারি) সকাল পৌনে ১১টায় রাজধানীর মনিপুরীপাড়ার বাছা ইংলিশ মিডিয়াম স্কুল কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কে নির্বাচনে এলো, কে নির্বাচনে এলো না, সেটি বড় কথা নয়। নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে হয়েছে কি না সেটি দেখার বিষয়। এদেশের মানুষ কখনোই জঙ্গিবাদ, সন্ত্রাসকে বিশ্বাস করে না। অগ্নিসন্ত্রাসকে তারা (জনগণ) ধিক্কার দিচ্ছে। সেজন্যই তারা (বিএনপি) সুনিশ্চিত, তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না।
যতই সময় বাড়বে, ততই ভোটারের উপস্থিতি বাড়বে জানিয়ে তিনি বলেন, ঢাকার বাসিন্দাদের মাইগ্রেশন হয়। কখনো তারা কলাবাগান থাকেন, কখনো মনিপুরী পাড়ায় আসেন, কখনো আবার মনিপুরী পাড়া থেকে উত্তরায় চলে যান। যার কারণে আজকে বাস ছেড়ে দেওয়া হয়েছে। আমি মনে করি এরা আসবেন।