দেশে এখন
0

ফেরার পথে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের

ঈদ ও পহেলা বৈশাখের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন অনেকে। সড়ক, রেল, ও নৌপথে বেড়েছে যানবাহনের চাপ। যাত্রাপথের তেমন ভোগান্তি না থাকলেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন কেউ কেউ।

ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে হয়েছে রোববার। সোমবার থেকে খুলছে সরকারি অফিস-আদালত, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো।

পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ ও বাংলা নতুন বছরের আনন্দ ভাগাভাগি শেষে তাই চিরচেনা রাজধানীতে ফিরতে ব্যস্ত সবাই। বাস, ট্রেন বা লঞ্চ সব ধরনের পরিবহনেই নেমেছে ঢাকামুখী মানুষের ঢল।

আরামদায়ক ভ্রমণ হওয়ায় ঢাকা ফিরতে রেলপথ বেছে নিচ্ছেন অনেক যাত্রী। ময়মনসিংহের গণপরিবহনগুলোও যাত্রী সামলাতে হিমশিম খাচ্ছে। অনেক যাত্রী বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন।

যাত্রীরা বলেন, সিট নাই ভাড়াও বেশি নিচ্ছে। স্বাভাবিক ভাড়া ৩০০ আর এখন ৫০০ করে নিচ্ছে।

নৌপথেও বেড়েছে মানুষের ভিড়। বাসের চেয়ে তুলনামূলক আরামদায়ক ভ্রমণ হওয়ায় লঞ্চের যাত্রী বেশি।

অন্যান্য জায়গার মতো খুলনাতেও রাজধানীমুখী যাত্রীদের বেশ চাপ রয়েছে। ভিড় বেড়েছে রেলপথে। কাজের তাগিদে ঢাকায় ফেরার কথা জানালেন যাত্রীরা।

তারা বলেন, কর্ম ব্যস্ততা এখন বাড়বে। কাল থেকে অফিস খুলবে। ট্রেন সময়মতো পেয়েছি। এদিক থেকে খুব ভালো লাগছে।

প্রিয়জনকে ছেড়ে আসতে মন না চাইলেও দায়িত্ববোধ থেকেই কর্মস্থলে ফিরছেন কর্মজীবীরা।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর