ফুটবল
এখন মাঠে
কোপার আসরে ফেভারিট আর্জেন্টিনা
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় কোপা আমেরিকায় ফেভারিট হয়েই মাঠে নামবে আর্জেন্টিনায়। তারুণ্যে নির্ভর ব্রাজিলও আছে ফেভারিটের তালিকায় উপরের সারিতে। এই দু'দল ছাড়াও কোপার আসরে দাপট দেখাতে পারে এমন দেশ আছে আরও একাধিক।

আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, উরুগুয়ে নাকি কলম্বিয়া! কার হাত উঠতে যাচ্ছে জুনে অনুষ্ঠেয় কোপার শিরোপা? এ নিয়ে ফুটবল অনুরাগী কিংবা বোদ্ধাদের নানা মতামত থাকতেই পারে। তবে কোপায় বরাবরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই করে অংশ নেয়া দলগুলো। এর সবচেয়ে বড় উদাহরণ ২০১৫ ও ২০১৬ সালে টানা দুই ফাইনালেই আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা উচিয়ে ধরে চিলি।

সাম্প্রতিক ফর্ম বা দলীয় অর্জন বিবেচনায় কোপায় কয়েকটি দল ফেভারিট। আর এই তালিকায় সবার উপরে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সবশেষ কোপার ট্রফিও তাদের ঝুলিতে। হুলিয়ান আলভারেজ, লাওতারো মাটিনেজ, এনজো ফার্নান্দেজের সাথে অভিজ্ঞ মেসি, দি মারিয়ারা বিশ্বের যেকোন দলকেই বধ করার সামর্থ্য রাখে। সবশেষ দুই ম্যাচে ৬ গোল দেয়ার বিপরীতে মাত্র ১ গোল হজম করেছে স্ক্যালোনির ছাত্ররা। এমনকি দীর্ঘদিন ফিফা র‌্যাংকিংয়েও মেসিদের অবস্থান শীর্ষে।

সময়টা খুব একটা সুবিধার যাচ্ছিল না ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। দীর্ঘদিন ছিল না স্থায়ী কোনো কোচও। তবে নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে খারাপ সময় পার করে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে সেলেসাওরা। একইসাথে হলুদ জার্সিধারীদের এ বছরের সেরা আবিষ্কার ১৭ বছরের এন্দ্রিক। এই বিস্ময় বালকের গোলেই ফুটবলের অন্যতম পরাশক্তি ইংল্যান্ডকে হারায় ব্রাজিল। একইসাথে স্পেনের বিপক্ষে পিছিয়ে থেকেও ৩-৩ এ ড্র করে সেলেসাওরা। সে ম্যাচেও স্কোরশিটে নাম তোলেন এন্দ্রিক। আর এসব বিবেচনায় দলটিকে কোপা আমেরিকায় ফেভারিটের তালিকায় উপরের দিকেই রাখা হয়েছে।

শক্তির বিচারে আর্জেন্টিনা ব্রাজিলের পরই অবস্থান উরুগুয়ের। আর্জেন্টিনা সবশেষ ১০ ম্যাচে যে একটিতে হার, সেটাও হেরেছে তাদের কাছে। এছাড়া দলটিতে আছে লুইস সুয়ারেজ, এদিন সন কাভানি ও দারউন নুনেযের মতো তারকারা। কোপার ইতিহাসে সর্বোচ্চ শিরোপা অর্জনে আর্জেন্টিনার সাথে যৌথভাবে আছে উরুগুয়েও।

লাতিন আমেরিকায় শক্তিশালী দলের তালিকায় বিবেচনায় রাখা হয় কলোম্বিয়াকেও। ২০১৪ বিশ্বকাপেও চমক দেখায় দলটি। সেই আসরেই প্রথম নজরে আসেন দলটির সবচেয়ে বড় তারকা হামেস রদ্রিগেজ। তখনকার হামেস এখন ৩২ এর ঘরে। তবে তাকে সঙ্গ দিতে দলটিতে আছে লুইস দিয়াজ, জন দুরানের মতো ফুটবলাররা। একত্রে তাদের জ্বলে ওঠা হুমকি হতে পারে বাকি দলগুলোর জন্য।

সবশেষ ৫ কোপার আসরে দুবারই শিরোপা জিতেছে চিলি। সাম্প্রতিক সময়ে খুব একটি সুবিধাজনক অবস্থানে না থাকলেও বড় বড় টুর্নামেন্টে জ্বলে ওঠার রেওয়াজ আছে দেশটির। যদিও আলেক্সিস সানচেজ, ভিদাল, ব্রাভোরা এখন বয়স্ক ফুটবলারদের কাতারে। তবে তাদের এই অভিজ্ঞতাই চিলিকে নিয়ে যেতে পারে বহুদূর।

সম্ভাবনা আছে ইকুয়েডরেরও। দলটির বড় তারকা মোসেস কাইসেদো। যাকে নিয়ে কাড়াকাড়ি লেগেছিল ইপিএলের ক্লাবগুলোর মধ্যে। তবে সব নাটকের ইতি টেনে রেকর্ড পরিমাণ অর্থে পাড়ি জমান চেলসিতে। এছাড়াও স্বাগতিক হিসেবে চমক দেখাতে প্রস্তুত যুক্তরাষ্ট্রও। সবশেষ কনকাকাফেও মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে তারা।

এমএসআরএস