বিদেশে এখন
প্রবাস
2

মালয়েশিয়ায় বেড়েছে শ্রমিকদের ন্যূনতম মজুরি, না মানলে জরিমানা

২০২৫ সালের ৪২১ বিলিয়ন রিঙ্গিতের বাজেট ঘোষণা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বাজেটে জীবনযাত্রার ব্যয় কমানো ও ন্যূনতম মজুরি বৃদ্ধির বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে। এছাড়াও বিদেশি কর্মী নির্ভরশীলতা কমাতেও নেয়া হয়েছে উদ্যোগ।

সরকার গঠনের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এটি তৃতীয় বাজেট। গেল শুক্রবার (১৮ অক্টোবর) দেশটির সংসদে ২০২৫ সালের ৪২১ বিলিয়ন রিঙ্গিতের বাজেট পেশ করেন তিনি। আগের বছরের চেয়ে এবার বাজেটের আকার বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ। সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা, আর্থিক ও স্বাস্থ্য খাতে ।

নতুন বাজেটে অর্থনীতি পুনরুদ্ধার ও মূল্যস্ফীতির লাগাম টেনে জীবনযাত্রার ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়েছে মালয়েশিয়া সরকার। এছাড়া ন্যূনতম মজুরি ২শ' রিঙ্গিত বাড়ানোর প্রস্তাব রাখা করা হয়। যা কার্যকর হবে বিদেশি কর্মীদের ক্ষেত্রেও। ব্যবসায়ীরা বলছেন, সরকারের এমন সিদ্ধান্তে জীবনযাত্রার ব্যয়ের বোঝা কিছুটা কমবে শ্রমজীবীদের।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ন্যূনতম মজুরি ১৫শ' রিঙ্গিত থেকে বাড়িয়ে ১৭শ' রিঙ্গিত করা হবে। ৫ জনের কম কর্মীদের নিয়োগকর্তারা ছয় মাস অর্থাৎ ১ আগস্ট পর্যন্ত বিলম্ব করতে পারবে।’

দেশটির জাতীয় মজুরি পরামর্শক পরিষদ জানিয়েছে, নিয়োগকর্তা ন্যূনতম মজুরির আদেশ না মানলে ১ হাজার থেকে ২০ হাজার রিঙ্গিত জরিমানা অথবা পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে । এদিকে বিদেশি কর্মীর ওপর নির্ভরশীলতা কমাতে বহু-স্তরীয় লেভি পদ্ধতির মাধ্যমে ভিসা কর বাড়ানোর পরিকল্পনার কথাও জানান দেশটির সরকারপ্রধান।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর