এখন ভোট
0

নির্বাচনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থার দাবি আওয়ামী লীগের

অভিজিৎ শান্ত
ঢাকা

নির্বাচনবিরোধী কর্মকাণ্ডের জন্য বিএনপি-জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামীলীগ।

শনিবার (৬ জানুয়ারি) সকালে ইসির সঙ্গে বৈঠক শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেছেন, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে বিএনপি। ভোটারদের মনে ভীতি সৃষ্টি করছে তারা। মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে চায়।'

বিপ্লব বড়ুয়া আরও বলেন, 'ভোটাধিকার সাংবিধানিক অধিকার। এতে বাধা দেওয়ার অধিকার কারোর নেই। ভোটাররা যেন ভোট দিতে না পারে সেজন্য তারা ককটেল ফাটিয়ে তাদের মনে ভীতি সঞ্চার করছে। নির্বাচন কমিশনকে আমরা এটি জানিয়েছি।'

বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে ৬ সদস্যের একটি দল বেলা ১১ টার দিকে যান নির্বাচন কমিশনে। বিএনপির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনে আবেদন জানায় প্রতিনিধি দলটি।

বৈঠক শেষে প্রতিনিধি দল জানায়, তাদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কমিশন।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর