ব্যাংকপাড়া
অর্থনীতি
0

মে মাসের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ৮১ কোটি ডলার

মে মাসের প্রথম ১০ দিনে দেশে এসেছে ৮১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। হিসাবে দেখা যায়, গেল কয়েক মাসের চেয়ে মে মাসের প্রথম দিকে তুলনামূলক রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

আজ (রোববার, ১২ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ৭৩ কোটি ১০ লাখ, ৬৭ কোটি ৯০ লাখ , ৭১ কোটি ৮০ লাখ ও ৭৬ কোটি ৩০ লাখ ডলার।

এর আগে দেখা যায়, এপ্রিলের ৩০ দিনে মোট রেমিট্যান্স এসেছে ২০৪ কোটি ৩০ লাখ ডলার, যা তার আগের মাস মার্চ থেকে ৪ কোটি ৬২ লাখ ডলার বেশি। গত মার্চে প্রবাসীরা বৈধ চ্যানেলে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠায়।

গত ফেব্রুয়ারিতে প্রবাসী আয় আসে ২.১৭ বিলিয়ন বা ২১৭ কোটি ডলার। সে হিসাবে ফেব্রুয়ারির তুলনায় মার্চে রেমিট্যান্স কমে ৭.৭১ শতাংশের বেশি।

আর চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে এসেছিল ২১০ কোটি ডলার।

গত ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স আসে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলার। ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার।

আগামী জুন মাসে কোরবানি ঈদ রয়েছে। তাই রেমিট্যান্সের জন্য ব্যাংকগুলোর প্রণোদনা ঠিক রাখলে এবং খোলা বাজারের সঙ্গে ব্যাংকে ডলারের দামের পার্থক্য কম রাখলে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

দেশের ইতিহাসে ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল। ওই অর্থবছরে প্রবাসীরা ২ হাজার ৪৭৮ কোটি ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠান। 

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর