এশিয়া
বিদেশে এখন

শনিবার নির্ধারিত হবে মোদির ভাগ্য

আজ (শনিবার, ১ জুন) সপ্তম দফা ভোট গ্রহণের মধ্য দিয়ে নির্ধারণ হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাগ্য। লোকসভা নির্বাচনের শেষপর্বে ৭টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব আসনের মোট প্রতিদ্বন্দ্বী ৯০৪ জন।

এবারের পর্বের মূল আকর্ষণ বিজেপি নেতা নরেন্দ্র মোদি। উত্তর প্রদেশের বারাণসির আসন থেকে লড়ছেন তিনি। এবার জিতলে তা হবে মোদির হ্যাটট্রিক জয়। প্রধানমন্ত্রী হিসেবেও তিনি ক্ষমতাসীন থাকার হ্যাটট্রিক করতে চান। বারণসিতে তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস নেতা অজয় রায়।

ভোট গ্রহণের আগে তার ধ্যান নিয়ে চলছে আলোচনা -সমালোচনা। বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণ ভারতের কন্যাকুমারীতে বিবেকানন্দ রকে ধ্যান করেন মোদি। শনিবার ভোটপর্ব শেষে ধ্যান থেকে উঠার কথা রয়েছে তারা।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর