দেশে এখন , অর্থনীতি
পরিবেশ ও জলবায়ু
0

ঘাটতি পূরণে সহায়ক হবে ফেনীর সৌরবিদ্যুৎ প্রকল্প

চালু হলে জাতীয় গ্রিডে যোগ হবে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ।

এ মাসেই উৎপাদনে যাওয়ার কথা রয়েছে দেশের সবচেয়ে বড় সরকারি সৌরবিদ্যুৎ প্রকল্পের। এটি চালু হলে জাতীয় গ্রিডে যোগ হতে পারে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ। যা দিয়ে শিল্প-কারখানা ছাড়া একটি জেলার বিদ্যুতের চাহিদাও পূরণ সম্ভব।

ফেনীর সোনাগাজী সমুদ্র উপকূলে ২০২১ সালে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়নে খরচ প্রায় ৭শ' ৫৬ কোটি ৭৬ লাখ টাকা। যাতে অর্থায়ন করেছে বিশ্বব্যাংকসহ বাংলাদেশ সরকার ও ইলেকট্রিক জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ । ইজিসিবির সার্বিক তত্ত্বাবধানে যা বাস্তবায়ন করছে চীনের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

পতিত জমিতে গড়ে উঠা দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য নতুন দুয়ার খুলবে। সোনাগাজীর চরচান্দিয়া ও চরদরবেশ ইউনিয়নের ২৮৫ একর জমিতে গড়ে তোলা হয়েছে এই বিদ্যুৎ উৎপাদন প্রকল্পটি।

সোনাগাজীর চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বলেন, 'এই বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে আমাদের এলাকার চেহারা যেমন পাল্টে যাবে তেমনি জাতীয় গ্রিডে গেলে গোটা দেশেরও উপকার হবে।'

প্রকল্পের শেষপর্যায়ে চলছে প্যানেল বসানোর কাজ। ইতোমধ্যে ১ লাখ ৭৮ হাজার প্যানেলের মধ্যে ৯৬ শতাংশ বসানো হয়েছে বলে জানান ইজিসিবির সহকারী প্রকৌশলী আকিবুল হাসান মজুমদার। তিনি আরও জানান, 'সব ঠিক থাকলে ডিসেম্বরের শেষ দিকেই মিরসরাই বেজা গ্রিড সাব ষ্টেশনে যোগ হবে এখানকার উৎপাদিত বিদ্যুৎ।'

সংশ্লিষ্টরা বলছেন, ৭৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার পর এখানে আরও দুটি ১০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প পরিকল্পনাধীন রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে সোনাগাজীর এ চরাঞ্চল হবে দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ হাব।