ক্রিকেট
এখন মাঠে
0

নারীদের প্রিমিয়ার লিগ: অংশগ্রহণ ফি ৩ লাখ হলেও বিজয়ীদের প্রাইজমানি তার অর্ধেক

মেয়েদের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ঘোষণা করেছে বিসিবি। চ্যাম্পিয়ন দল পাবে দেড়লাখ টাকা আর রানারআপ দল পাবে ১ লাখ টাকা। অংশগ্রহণ ফি যেখানে ৩ লাখ টাকা সেখানে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি অর্ধেক। প্রতিবারের মতো এবার থাকছে না পুল পদ্ধতি। যে কারণে অসন্তোষ দলগুলোর মাঝে। ১৭ মে শুরু হবে নারীদের প্রিমিয়ার লিগ।

নারীদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে প্রতি আসরেই থাকতো পুল প্রথা। দলগুলোর ভারসাম্য বজায় রাখতে এই প্রক্রিয়া চালু করেছিল ক্রিকেট বোর্ড। যাতে করে জাতীয় দলের সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার প্রতি দলে খেলতে পারে। কিন্তু অনেক দলের আছে অর্থ সংকট। যে কারণে জাতীয় দলের ক্রিকেটারদের পুল থেকে দলে টানতে পারে না। তাই পুল প্রথা নিয়ে অনেকের ছিল অনিহা।

এমন অবস্থায় ক্রিকেট বোর্ড আসন্ন প্রিমিয়ার লিগে পুল প্রথা বাতিল করেছে। এ নিয়ে অনেক ক্লাবের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। ব্যাপারটা এখন এমন দাঁড়িয়েছে যে ক্লাব যতো অর্থ ব্যয় করতে পারবে তারা ততোই শক্তিশালি দল গঠন করতে পারবে। সেই দৌড়ে বেশ এগিয়ে আবাহনী, মোহামেডান ও শেখ জামালের মতো ক্লাবগুলো।

যদিও বিসিবির পরিকল্পনায় ছিল ২৪ জন ক্রিকেটার পুলে রেখে প্রতি দলে অন্তত ৪ জন পুল ভুক্ত ক্রিকেটার দলে টানবে ক্লাবগুলো। কিন্তু নানান জটিলতায় শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। এ নিয়ে বোর্ড ও ক্লাবগুলোর মাঝে আছে হতাশা।

লিগে প্রতিটি দলকে অংশগ্রহণ ফি দিতে হবে ৩ লাখ টাকা করে। সেই হিসেবে নারীদের প্রিমিয়ার লিগে ১০ দল থেকে বিসিবির ফান্ডে যোগ হবে ৩০ লাখ টাকা। কিন্তু অংশগ্রহণ ফি'র তুলনায় নারীদের প্রিমিয়ার লিগের প্রাইজমানি হয়েছে অর্ধেক। অর্থাৎ চ্যাম্পিয়ন দল পাবে দেড়লাখ টাকা। রানারআপ পাবে ১ লাখ টাকা। তৃতীয় দল পাবে ৫০ আর চতুর্থ দল পাবে ৪০ হাজার টাকা। যাতায়াত বাবদ প্রতি ম্যাচে ১০ ও খাবার বাবদ ৭ হাজার টাকা করে দেবে ক্রিকেট বোর্ড।

সব কিছু ঠিক থাকলে ১৭ মে শুরু হবে নারীদের প্রিমিয়ার লিগ। তার আগে ১০ ও ১১ মে মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দলবদল।

ইএ