দেশে এখন
আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের কাজে গতিশীলতা আনার আহ্বান
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ ও গবেষণা কাজে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের কাজে গতিশীলতা আনার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

আজ ( সোমবার, ২৯ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। 

তিনি বলেন, 'রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্র ও ঐতিহাসিকমূল্য সমৃদ্ধ প্রকাশনা সংগ্রহ, সংরক্ষণ ও সেবা প্রদানের লক্ষ্যে শেখ মুজিবুর রহমান আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর প্রতিষ্ঠা করেন।' এসময় তিনি বলেন, 'ভবিষ্যৎ প্রজন্ম যেন গবেষণার কাজে গ্রন্থাগার স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।'

দেশের বিভিন্ন স্থানে রক্ষিত যেসকল নথির আরকাইভাল ভ্যালু রয়েছে সেসকল নথিপত্র যেন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর সংরক্ষণ করে সে বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেন তিনি। 

এসময় আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ড. সালমা মমতাজ, পরিচালক মো. আব্দুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইএ