দেশে এখন
হবিগঞ্জে আরএফএল কোম্পানির কারখানায় আগুন, নিহত ১
হবিগঞ্জের অলিপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণ আরএফএল কোম্পানির কারখানায় আগুনের ঘটনায় মারা গেছেন একজন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে পার্কের ভেতরে একটি চিপস তৈরির কারখানার ৬ষ্ঠ তলায় আগুন লাগে। নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্লোরে। ঈদের ছুটিতেও এই কারখানাটিতে কাজ করছিলেন শ্রমিকরা।

ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, আগুনের ঘটনায় ৬ষ্ঠ তলা থেকে লাফ দিয়ে মারা যান এক নারী শ্রমিক। এছাড়া আহত হয়েছেন আরও ৩৫ জন। তাদেরকে প্রতিষ্ঠানটির নিজস্ব হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিতভাবে বলতে পারছে না ফায়ার সার্ভিস। এ ব্যাপারে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

আগুন লাগার পর কোনো স্থানীয় লোকজন ও সংবাদকর্মীদের ভেতরে প্রবেশ করতে দেয়নি প্রতিষ্ঠানটির নিরাপত্তকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় প্রতিষ্ঠানের প্রধান ফটকে বিক্ষোভ করেন স্থানীয় জনতা।

২০১৪ সালে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ‘হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ গড়ে তোলে দেশের অন্যতম শীর্ষ শিল্পগ্রুপ প্রাণ আরএফএল।

এমএসআরএস