সংস্কৃতি ও বিনোদন , অন্যান্য
দেশে এখন

রাজধানীতে জমজমাট 'পাড়া উৎসব'

ঢাকার বারিধারায় বাঙালি সংস্কৃতির নানা পণ্যের অর্ধশত স্টল নিয়ে আয়োজিত হলো পাড়া উৎসব।

শুক্রবার (২৬ জানুয়ারি) কূটনৈতিক পাড়া বারিধারায় এই উৎসব হয়। দেশি-বিদেশি দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয় এই উৎসব।

খেলাধুলা, ম্যাজিক শো, পুতুল নাচ ও বায়স্কোপের দেখা মিলেছে একই জায়গায়। সাথে ছিল শিশুদের ছবি আঁকার ক্যানভাস।

মেলায় শিশুদের ছবি আঁতার ক্যানভাস। ছবি: এখন টিভি

শিল্পীর রঙতুলিতে চায়ের কাপ, কেটলিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসে ফুটে উঠে দেশীয় সংস্কৃতি। পোশাক, আসবাবপত্র, খাবারের দোকানসহ পাড়া উৎসবে ছিল অর্ধশত দোকান। বাদ যায়নি পোষা প্রাণীদের প্রয়োজনীয় পণ্যের দোকানও।

পরিবার, বন্ধু, প্রিয়জন নিয়ে হাজির হয়েছেন গুলশান, বারিধারা ও এর আশপাশের এলাকার বাসিন্দারা।

মেলায় ছিল দর্শকদের ভিড়। ছবি: এখন টিভি

হিরোস ফর অলের জনসংযোগ কর্মকর্তা অনিন্দ ওসমান বলেন, 'যান্ত্রিকতার কারণে দেখা যায় আমাদের পাশের বাসার মানুষকেই আমরা চিনি না। এটি করার মূল উদ্যেশ্য সবার সাথে যেন মানষের মাঝে এক অপরের সাথে সখ্যতা বাড়ে।'

বারিধারা সোসাইটির সভাপতি ফিরোজ এম হাসান বলেন, 'সবাই মিলে এ পাড়ার উৎসব ভরপুর ছিল। সবার সাথে সবার পরিচয় হয়েছে এ মেলার মাধ্যমে।'

আয়োজনের উদ্বোধন করেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এসময় ব্রিটিশ ও ভারতীয় হাইকমিশনাররা মাতেন খেলাধুলা ও বাংলা গানে।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর