এখন মাঠে , ফুটবল
দেশে এখন
ঢাকায় আসছেন মেসি, তার আগেই আসবেন ডি মারিয়া
চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে আর্জেন্টাইন ফুটবল তারকা এঞ্জেল ডি মারিয়া বাংলাদেশে আসছেন। আর আগামী বছর বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিও ঢাকায় আসবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন।

আজ (বৃহস্পতিবার, ১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর সচিবালয়ে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব তথ্য দেন ক্রীড়ামন্ত্রী।

নাজমুল হাসান পাপন বলেন, 'ফুটবল নিয়ে আর্জেন্টিনার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। ক্রিকেট, হকি, কাবাডি নিয়ে আগ্রহ রয়েছে আর্জেন্টিনার। বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।'

বাংলাদেশের সাথে আর্জেন্টিনা ক্রীড়া ক্ষেত্রে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, 'বাংলাদেশের সাথে ক্রীড়া ক্ষেত্রে কাজ করতে আগ্রহী আর্জেন্টিনা। এখন দুই দেশ বসে ঠিক করা হবে কীভাবে কী করা যায়।'

ক্রীড়ামন্ত্রী বলেন, 'ডি মারিয়া আসলে যাতে সময় নিয়ে আসে সে বিষয়ে জানানো হয়েছে। দেড় দিনের সময়ের কথা বলা হয়েছে ডি মারিয়ার জন্য। আর সামনের বছর বাংলাদেশে আসবেন লিওনেল মেসি।'

এর আগে সবশেষ ২০১১ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশে এসেছিল আর্জেন্টাইন এই দুই তারকা। সেবার আর্জেন্টিনার ফুটবলের সম্পূর্ণ দল আসলেও এবার শুধু মারিয়া আসবে বাংলাদেশে।

সে বারের সে সফরে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলেছিল নাইজেরিয়ার বিপক্ষে।

এমএসআরএস