দেশে এখন
0

সেন্টমার্টিন নিয়ে পরিবেশ উপদেষ্টার বক্তব্য অবৈজ্ঞানিক দাবি স্টুডেন্টস ফর সভরেইন্টির

সেন্টমার্টিন নিয়ে পরিবেশ উপদেষ্টার বক্তব্যকে অবৈজ্ঞানিক ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস ফর সভরেইন্টি। আজ (শুক্রবার, ৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক মানববন্ধনে একথা বলেন বক্তারা।

বক্তারা জানান, ২০৪৫ সালের মধ্যে সেন্টমার্টিন ডুবে যাবে পরিবেশ উপদেষ্টার এমন বক্তব্য অবাস্তব ও অবৈজ্ঞানিক। অনিয়ন্ত্রিত পর্যটকদের কারণে সেন্ট মার্টিনের ক্ষতি হচ্ছে এই তথ্য বিদেশি জার্নালের মিথ্যা ও বানোয়াট।

বক্তারা বলেন, সেন্ট মার্টিনে সব সময় অবাধে মানুষের যাতায়াতে উৎসাহিত করতে হবে। কোনো অজুহাতে যেনো সেন্টমার্টিন হাতছাড়া না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান শিক্ষার্থীরা।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর