দেশে এখন
0

নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানির মিউনিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৬০তম নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে বিমানের ফ্লাইটে জার্মানির মিউনিখে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় মিউনিখে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইট।

এরআগে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এসময় বিমানবন্দরে সরকারপ্রধানকে বিদায় জানাতে দলের কেন্দ্রীয় নেতা, মন্ত্রী ও তিন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৫দিন চলবে এই সম্মেলন। এতে অংশ নিচ্ছেন ৬০টি দেশের সরকার প্রধান।

সম্মেলনে জার্মানির চ্যান্সেলরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। সফরে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনাতেও অংশ নেবেন তিনি। ১৯ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর